৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা

মন্টি শীল, কলকাতা : দ্বিতীয় বিয়ে সারলেন বাংলা ক্রিকেট দলের হেড কোচ তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় অরুণ লাল। তার এই মুহূর্তে বয়স সবে মাত্র ৬৬। নেটিজেনরা অনেকেই কটাক্ষের সুরে বলছেন, এ যেন বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আবার অনেকেই মজা করে বলছেন, ‘প্যার কিয়া তো ডারনা ক্যয়া’। তবে সে যে যাই বলুক না কেন, গত সোমবার নিকট আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নববধূ বুলবুল সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পড়লেন এই প্রাক্তন ক্রিকেটার।
জানা গিয়েছে, প্রাক্তন এই ক্রিকেটারের নববধূ পেশায় একজন শিক্ষিকা। প্রাক্তন ক্রিকেটার অরুণ লালের এক দুরারোগ্য ব্যাধির সময় থেকেই বুলবুল তার পাশে ছিলেন। সেই দুঃসময়ের নিকট বন্ধুত্ব আজ বিয়ের পিড়ি পর্যন্ত এসে পৌছাল। বিয়ের মুহূর্তে এই নবদম্পতিকে বেশ মানানসই জমকালো পোশাকে দেখা গিয়েছিল। এদিন প্রাক্তন ক্রিকেটারের পড়নে ছিল পাঞ্জাবী ও তার সঙ্গে মানানসই জহরকোট। তবে সাজের দিক থেকে পিছিয়ে ছিল না বিয়ের কনেও। কনে বুলবুল সাহা পরণে ছিল লেহঙ্গা ও তার সঙ্গে ম্যাচিং করা গয়না।
আরও পড়ুন ….শেষ হয়ে যাচ্ছে সর্বজয়া ! দেখে নিন লাস্ট এপিসোডের দিনক্ষণ
আরও পড়ুন ….‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ
ভারতের এই প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা ক্রিকেট দলের হেড কোচ তরুণ লালের বিয়ের আসর বসেছিল শহর কলকাতার এক নামজাদা চারতারা হোটেলে। অনুষ্ঠানে নবদম্পতির পরিবারের নিকট আত্মীয়, এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সকলেই এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিয়ের আসরে উপস্থিত ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সাবা করিম। জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের আগেই এই নবদম্পতির আইনি বিবাহ সম্পূর্ণ হয়েছিল। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন ….দেবের হাত ছেড়ে অবশেষে দাদার হাত ধরে হাঁটলেন রুক্মিণী, ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটদুনিয়া
শুধু তাই নয় আইনি বিবাহের মুহূর্তের সঙ্গে সঙ্গে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটারের নববধু বুলবুল সাহা। বিয়ের অনুষ্ঠান শেষে প্রকাশ্যে এসেছিলেন এই নবদম্পতি। তারা দুজনেই তাদের আনন্দের কথা প্রকাশ্যে জাহির করেন। তবে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা ক্রিকেটের হেড কোচ অরুণ লাল তাদের বিয়ে পরবর্তী হানিমুন সম্পর্কে বলেছেন, কিছু দিনের মধ্যেই বেঙ্গালুরু অনুষ্ঠিত হতে চলেছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেখানে খুব সম্ভবত সারতে পারেন তাদের মধুচন্দ্রিমা।