২) বাংলাদেশের সঙ্গে ব্যাটে-বলে যুদ্ধে জয়ের মেজাজ পাক শিবিরে। এর মধ্যে রবিবার ভারতের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে মুখ খুললেন পাক অধিনায়ক বাবর আজম।
2/5
৩) ভারত-পাক ম্যাচ নিয়ে পাক অধিনায়ক বলেন, “আমাদের কোনও চাপই নেই! প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে ছেলেরা। পরের ম্যাচেও আমরা নিজেদের একশো শতাংশ দেব।”
3/5
৪) পাক অধিনায়কের এই বার্তা যে ভারত শিবিরের উদ্দেশ্যে ছোঁড়া ওপেন চ্যালেঞ্জ, তা বুঝতে বাকি নেই কারোর।
4/5
৫) অন্যদিকে ফুল ফর্মে তৈরি ‘টিম ইন্ডিয়াও’। পাক বাহিনীর সঙ্গে সমরে নামার আগে আত্মবিশ্বাসী তাঁরাও। ফলে রবিবারের ম্যাচ নিয়ে উন্মাদনার আঁচ বাড়ছে।