IPL এর গ্যালারিতে বসা এই সুন্দরীদের দেখে প্রেমে পড়বেন আপনিও, জেনে নিন রূপসীদের পরিচয়

রাখী পোদ্দার, কলকাতা : সকলের মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ( IPL) ঘিরে রয়েছে প্রবল উত্তেজনা। প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ নিজেদের পছন্দের দলকে সাপোর্ট করতে ভিড় জমায় স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের এই গ্যালারিতেই প্রতিবছর যখন ক্যামেরা ঘোরানো হয় চারিদিকে তখন নজরে আসে একাধিক লাস্যময়ী সুন্দরীরা। যাদের থেকে চোখ ফেরানো রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়ায় দর্শকদের পক্ষে। যাদের এক ঝলক দেখা মাত্রই শুরু হয়ে যায় বুক দুরদুর।

 

চলতি মরসুমে আইপিএল ( IPL) শুরু হয়েছে গত মাসের ২৬ তারিখে। আজ আপনাদের গ্যালারিতে থাকা এমনই কিছু সুন্দরীদের সাথে করাবো পরিচয়। যাদের নাম জানার জন্য মরিয়া হয়ে ওঠে সকলে। তো আসুন আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক এই লাস্যময়ী সুন্দরীদের সম্পর্কে।

আরও পড়ুন : ‘দিদিয়া’ র সাথে চুপি চুপি প্রেম, সম্পর্ক নিয়ে অকপট আদৃত

picsart 22 05 01 22 26 40 689
Aditi Hundia

১. অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)

২০১৯ সালে আইপিএল চলাকালীন গ্যালারিতে বসে থাকা এই সুন্দরী ঘুম কেড়েছিল সকলের। পাঁচ বছরের বিজেতা মুম্বাই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) দলের ফ্যান গার্ল হিসেবে বিশেষ পরিচিতি পান তিনি। ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন তিনি। বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার ঈশান কিষানের প্রেয়সী হলেন তিনি।

আরও পড়ুন : প্রচন্ড বৃষ্টিতেও মন্দিরে পুজোয় ব্যস্ত বৃদ্ধ, ভক্তির এই নজির দেখে হতবাক নেটপাড়া

img 20220501 222824
Aarti Bedi

২. আরতি বেদী ( Aarti Bedi)

চলতি মরসুমে আইপিএলে কেকেআর বনাম দিল্লি ম্যাচে দেখতে পাওয়া যায় এই সুন্দরীকে। কেকেআর ( KKR) দলের ফ্যান গার্ল হিসেবে ক্যামেরার সামনে ধরা দেয় আরতি। সুন্দরী আরতি বেদী বিজ্ঞাপন জগতের অতি পরিচিত একটি মুখ।

আরও পড়ুন : রেখার প্রেমে মত্ত ছিলেন অমিতাভ, ইরানি ডান্সারের জন্য চড় মেরেছিলেন রেখাকে

picsart 22 05 01 22 24 01 937
Deepika Ghosh

৩. দীপিকা ঘোষ (Deepika Ghosh)

২০১৯ সালে আরসিবি ( RCB)কে সাপোর্ট করতে এসেছিলেন এক সুন্দরী। যার দিক থেকে রীতিমতো চোখ ফেরানো চাপ হয়ে গিয়েছিল সকলের পক্ষেই। লাল টপে তাঁর লাস্যময়ী রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মুহুর্তের মধ্যেই। পরে জানা যায় এই সুন্দরীর নাম দীপিকা ঘোষ। যিনি পেশায় একজন কোরিওগ্রাফার।

আরও পড়ুন : জ্বলে পুড়ে ছাই! এই এপ্রিলে ১২২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা কাটিয়েছে বাঙালি

picsart 22 05 01 22 25 34 524
Malti Chahar

৪. মালতি চাহার (Malti Chahar)

সিএসকের ( CSK) ফ্লেয়ার দীপক চাহারের বোন হলেন সুন্দরী। ২০১৮ সালের চেন্নাই বনাম মুম্বাইয়ের ম্যাচে রীতিমতো ক্যামেরা আটকে গিয়েছিল এই সুন্দরীর দিকে। পরে জানতে পারা যায় এই সুন্দরীর নাম মালতি চাহার।

আরও পড়ুন : ছবির দৃশ্য ঘুম কাড়বে আপনার! রইল ভারতীয় চলচিত্রের তাক লাগানো ছবির তালিকা

picsart 22 05 01 22 22 08 408
Kavya Maran

৫. কাব্য মারান (Kavya Maran)

আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে সমর্থন করতে দেখা যায় এক সুন্দরীকে। যার নাম কাব্য মারান। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) হল তাঁর দল। কাব্য মারান সান গ্রুপের মালিক কালানিথি মারানের মেয়ে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানের ভাইঝি।




Leave a Reply

Back to top button