World Cup Champion- ঝড়ো ইনিংস ক্যাঙ্গারুদের, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া

সেমিফাইনালের পর উত্তেজনা ছিল টানটান। এমনকী পাক-অস্ট্রিলিয়া (Australia) ম্যাচের পর থেকে ক্রমেই বা়ড়ছিল উন্মাদনা। অন্যদিকে ফাইনালের মঞ্চে ক্যাঙ্গারুদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড পুরোদমে তৈরি রেখেছিল নিজেদের। কিন্তু বিশ্বকাপের রেকর্ড কোনোকালেই বিশেষ ভালো না কিউইদের। নিউজিল্যান্ডের (New Zealand) ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৮.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৩ রান তুলে নেয়।

৭ বল বাকি থাতকে ৮ উইকেটে ফাইনাল জিতে টি-২০-র নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এদিকে ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পরে ফের কোনও আইসিসি ইভেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ১১ রান। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৬২। মার্শ ৭১ ও ম্যাক্সওয়েল ২৩ রানে ব্যাট করছেন।টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান অ্যারন ফিঞ্চ।

Australia beat New Zealand in T20 to win World Cup
World Cup Champion- ঝড়ো ইনিংস ক্যাঙ্গারুদের, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়া

তখনই প্রথম তিন ওভারে ২৩ রান উঠে গেলেও চতুর্থ ওভারেই আউট হয়ে যান ড্যারিল মিচেল (৮ বলে ১১ রান)। মার্টিন গাপ্টিল এবং কেন উইলিয়ামসন যদিও শুরুর ধাক্কাটা সামলে দেন। ২০১৫ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালে জিতেছিল অস্ট্রেলিয়া। রবিবার বদলা নেওয়ার সুযোগ ছিল কিউয়িদের সামনে। কিন্ত সেটাও ব্যর্থ হল।




Back to top button