মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ, বাইক ঠেলছেন ধোনি, রাঁচির রাস্তায় ‘অভিনব’ দৃশ্য, কী হয়েছিল জানেন?
কয়েক দিন আগের কথা। Mahendra Singh Dhoni-র বাড়িতে গিয়েছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। বাইকের কালেকশন দেখে তিনি থ। ‘করেছ কি’! আসলে বাইক ধোনির দ্বিতীয় প্রেম। নতুন বাইক কেনেন। পুরনো বাইকের যত্নআত্তি করেন। তিনিই কিনা বাইক নিয়ে বেরিয়ে বিপদে পড়লেন।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6