আইপিএলে KKR: কেন আচমকা মর্গানের রেগে গেলেন গম্ভীর?
কেকেআরের সাফল্যের জন্য অনেকেই গৌতম গম্ভীরকে দায়ী বলেন। তার অধিনায়কত্বেই কেকেআর দুবার চ্যাম্পিয়নশিপ যেতে এবং প্রত্যেকবারই খুব ভালো খেলা খেলেছে। কিন্তু গম্ভীর যাওয়ার পর থেকেই এই টিমের প্রদর্শন খুবই খারাপ থেকে এসেছে বরাবর। এই সিজনেও তাদের শুরুটা এমন কিছু আহামরি নয়। রবিবার তাদের সাথে চেন্নাই সুপার কিংসের একটি ম্যাচ ছিল। প্রথম সাতটি ম্যাচে মাত্র দুটিতে জিতে এবারেও তারা গ্রুপ লীগ থেকেই বিদায় নেওয়ার পথে ছিল যদিও টুর্নামেন্ট দুবাইয়ে সরে আসার পর দুটি ম্যাচ জিতে আপাতত তারা নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে রবিবার একটি বিশেষ ঘটনা আবার বিতর্ক উস্কে দিয়েছে নতুন করে।
রবিবার দেখা যায় কেকেআর ক্যাপ্টেন ইয়ন মর্গান ম্যাচ চলাকালীনই তাদের অ্যানালিস্টের কাছ থেকে ম্যাচ কোড নিতে দেখা যায়। কমেন্ট্রি করার সময়ই ঘটনাটির তীব্র সমালোচনা করেন গৌতম গম্ভীর। গম্ভীর বর্তমানে আইপিএল কমেন্ট্রি প্যানেলের চোদ্দতম সদস্য। তিনি সহ ভাষ্যকার আকাশ চোপড়ার প্রশ্নে বলেন যে তার সময়ে এই ধরনের পদ্ধতি ব্যবহার হলে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতেন। গত সিজনেই দীনেশ কার্তিককে সরিয়ে মর্গানকে কেকেআর ক্যাপ্টেন করা হয়।
কেকেআর সেই বছরেই ইংল্যান্ড টিম অ্যানালিস্টে নাথান লিওমনক নিয়ে আসে। এর আগে সাদা বলের ম্যাচে লিওমন ও মর্গান জুটি বেশ সাফল্য লাভ করে। যদিও এই জুটি টি টুয়েন্টি ফরম্যাটে সেরম কোনো জাদু দেখাতে পারেনি। রবিবার কেকেআর ধোনির নেতৃত্বাধীন সিএসকের সাথে খেলে প্রথম ইনিংসে ১৭১ রান করে। যদিও শেষ বলে এক রান করে লক্ষমাত্রা ছুঁয়ে কেকেআরকে ম্যাচ হারিয়ে সেই চেন্নাই।