Hardik Pandya- বিপাকে হার্দিক! এয়ারপোর্টে বাজেয়াপ্ত ৫ কোটি টাকার ঘড়ি
সমস্যায় পড়েছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার “হার্দিক পান্ডিয়া”(Hardik Pandya)। একে নিউজিল্যান্ড সিরিজে ভারতে হয়ে টি-২০(T-20) দলে জায়গা না পাওয়া, তার উপর আবার নতুন করে মাথের বাইরেও বিপাকে পড়লেন তিনি। রবিবার গভীর রাতে আমিরশাহি(Amirshahi) থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে শুল্ক বিভাগ(Custom Department) তাঁর ৫ কোটি টাকার দুটি ঘড়ি(Wrist Watch) বাজেয়াপ্ত করেন। বাংলা প্রবাদ বাক্যে মনে হয় একেই বলে, “গোঁদের উপর বিষ ফোঁড়া”।
View this post on Instagram
সূত্র অনুযায়ী, ভারতীয় মুদ্রায় ঘড়ি দুটির মূল্য ৫ কোটি টাকা। এই ঘড়ির কথা তিনি আগে উল্লেখ করেননি, সেই কারণেই নাকি কাস্টমস কর্মকর্তারা তাঁর ঘড়ি বাজেয়াপ্ত করেন। প্রসঙ্গত, হার্দিক বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির মালিক এবং তাঁর ঘড়ির সংগ্রহে রয়েছে Patek Philippe Nautilus Platinum 5711। যার দাম ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকারও বেশি। এমনকি অতীতে অস্ত্রপাচারের সময়ও হাসপাতালের বেডে তাঁকে সেই মূল্যবান ঘড়ি পরে শুয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন…..Fulkopi Roast : দুপুরের পাতে জমে যাবে খাওয়া, রইল দুর্দান্ত স্বাদের ফুলকপি রোস্ট তৈরির রেসিপি
আগস্টের শুরুতে, আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বের এক মাস আগে, হার্দিক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবির সিরিজ পোস্ট করেন, যাতে ছিল বিলাসবহুল সেই ঘড়ির ছবি। এমনকি গত বছর হার্দিকের বড় ভাই ক্রনাল পান্ডিয়াকে দুবাই থেকে ফেরার সময় বিমানবন্দরে আটক করা হয়েছিল বেআইনি সোনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র থাকার সন্দেহে। তাঁর কাছে ১ কোটি টাকার সোনা ও কিছু বিলাসবহুল জিনিসপত্র ছিল।