IPL 2021: শুরু হয়ে গেল রাজস্থান ব্যাঙ্গালোর ম্যাচ, জেনে নিন কেমন হতে পারে Dream 11-র বেস্ট টিম
আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে খেলা। এদিকে আজকের খেলায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন সুন্দরাম রবি, জয়ারামান মাদানাগোপাল। থার্ড অ্যাম্পিয়ারের ভূমিকায় রয়েছেন বীরেন্দ্র শর্মা। ম্যাচ রেফারি শক্তি সিং।
অন্যদিকে রাজস্থান রয়্যালস ফুল স্কোয়াডে থাকছে সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), অ্যান্ড্রু টাই, অনুজ রাওয়াত, বেন স্টোকস, ডেভিড মিলার, জয়দেব উনাদকাত, জোফরা আর্চার, জোস বাটলার, কার্তিক ত্যাগী, মহিপাল লোমর, মনান ভোরা, মায়াঙ্ক মার্কান্ড, রাহুল তেওয়াতিয়া, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, যশস্বী জয়সওয়াল, শিবম ডুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদীপ যাদব, আকাশ সিং, এভিন লুইস, গ্লেন ফিলিপস, ওশানে থমাস, তাবরায়েজ শামসি।
এদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফুল স্কোয়াডে থাকছে বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাদিক্কাল, সৃকার ভারত (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চান, শাহবাজ আহমেদ, কাইল জামিসন, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজী, ইযুবেন্দ্র চাহেল, দুষ্মন্থা চামিরা, শচীন বেবি, নবদীপ সাইনি, পবন দেশপান্ডে, রজত পাটিদার, মহাম্মদ আজহারউদ্দিন, জর্জ গার্তন, ওয়ানিন্দু হাসারাঙা, সুয়াষ প্রভুদেসাই, টিম ডেভিড, আকাশ দীপ।
এদিকে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে দেখা যাবে এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, লাইম লিভিংস্টোন, সঞ্জু স্যামসন (অধিনায়ক/ উইকেট -রক্ষক), মহিপাল লম্রর, রিয়ান পরাগ, রাহুল টেওয়াতিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকট, চেতন শাখারিয়া, মুস্তাফিজুর রহমানকে। অন্যদিকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি ( অধিনায়ক), দেবদূত পাদিক্কাল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, সৃকার ভারত (উইকেট রক্ষক), ড্যানিয়েল ক্রিশ্চান, কাইল জামিসন, হার্সেল পাটেল, মহাম্মদ সিরাজ, ইযুবেন্দ্র চাহালকে।