IPL Dreams 11 : পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচে বাজিমাত করতে পারেন কোন কোন খেলোয়ার

করোনা ধাক্কায় থমকেছিল আইপিএল-র বিজয়রথ। এবার করোনা ফাঁশ কমতেই ফের গোটা শুরু হয়েছে দ্বিতীয় পর্বের খেলা। যা নিয়ে গোটা দেশজুড়েই তুমুল উন্মাদনা চোখে পড়ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। এদিকে এবারের আইপিএল-র ৩৭তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস ইলেভেন।

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে খেলা। এই খেলায় অনফিল্ড আম্পায়ার: কৃষ্ণমাচারি শ্রীনিবাসন, নীতিন মেনন। থার্ড আম্পায়ার হিসাবে থাকবেন কে এন আনন্থাপদ্মনভান। ম্যাচ রেফারির ভূমিকায় থাকছেন সুনীল চতুর্বেদী। এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের টিমে থাকছে।  ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনিশ পান্ডে, শ্রীভাৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, প্রিয়াম গর্গ, বিজয় শংকর, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, বিরাট সিং, মিচেল মার্শ, জেসান হোল্ডার, মোহাম্মদ নবী, রাশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, টী নটরাজন, সন্দীপ শর্মা, খালিল আহমেদ, সিদ্ধার্থ কল, বসিল থাম্পি, জগদীশ সূচিত, কেদার যাদব, মুজিবুর রহমান।

IPL News,Punjab vs Hyderabad,Sunrisers Hyderabad,Dream XI,Punjab Kings XI,আইপিএল-র খবর,পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ,সানরাইজার্স হায়দ্রাবাদের টিম,ড্রিম ইলেভেন,পাঞ্জাব কিংস ইলেভেনের টিম

অন্যদিকে সানরাইজার্সের হয়ে মাঠে দেখা যাবে ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট কিপার), কেন উইলিয়ামসন, বিরাট সিং, বিজয় শংকর, অভিশেক শর্মা, কেদার যাদব, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খালিল আহমেদ। অন্যদিকে পাঞ্জাব কিংস ইলেভেনের টিম স্কোয়াডে থাকছে কে এল রাহুল (অধিনায়ক/ উইকেট কিপার), মায়াংক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, রবি বিষ্ণুই, আদিল রশিদ, মোহাম্মদ সামি, হারপ্রীত ব্রার, আইডন মারক্রাম, নাথান এলিস, ঈশান পোড়েল, ক্রিস জর্ডান, জালাজ সাক্সেনা, মইশ হেন্ড্রিক্স, প্রভসিমরান সিং, মন্দীপ সিং, মুরুগান আশ্বিন, সরফরাজ খান, ফ্যাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার, উৎকর্ষ সিং, দর্শন নালকান্দে, অর্ষদীপ সিংকে।

IPL News,Punjab vs Hyderabad,Sunrisers Hyderabad,Dream XI,Punjab Kings XI,আইপিএল-র খবর,পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ,সানরাইজার্স হায়দ্রাবাদের টিম,ড্রিম ইলেভেন,পাঞ্জাব কিংস ইলেভেনের টিম

অন্যদিকে পাঞ্জাবের হয়ে মাঠে দেখা যাবে কে এল রাহুল (অধিনায়ক/ উইকেট কিপার), মায়াংক আগারওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা,নিকোলাস পুরান, মইশ হেন্ড্রিক্স, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ সামি, মুরুগান আশ্বিন, অর্ষদীপ সিং। অন্যদিকে এখনও পর্যন্চ সসানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে- ১২টি ম্যাচ। পাঞ্জাব কিংস ইলেভেন জিতেছে ৫টি ম্যাচ। আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে স্টার স্পোর্টস চ্যানেলে এবং হটস্টারে দেখা যাবে এই খেলা।




Back to top button