ক্রিকেটার ঈশান কিষানের প্রেমিকা সৌন্দর্যে হার মানাবে নায়িকাদেরও, রইল ‘হট’ ছবি

রাখী পোদ্দার, কলকাতা : বর্তমানে তাবড় তাবড় ক্রিকেটারদের তালিকায় উঠে আসে ঈশান কিষানের ( Ishan Kishan) নাম। বাঁহাতি এই ব্যাটসম্যান খুব অল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতায় জয় করেছে সকলের মন। ধারাবাহিকভাবে আইপিএলে ( IPL 2022) নিজের পারফরম্যান্স দিয়ে মন্ত্র মুগ্ধ করে রেখেছে দর্শক মন্ডলীকে। আইপিএলে এখনও পর্যন্ত ৪১ টা ম্যাচ খেলেছেন ঈশান ( Ishan Kishan)। এবছরের আইপিএল ( IPL2022) নিলামে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন শ্রেয়স আইয়ার ( Shreyas Iyer)। তবে সমস্ত হিসেব উল্টে এবছরের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠেছে ঈশান কিষান।

 

১৫.২৫ কোটি টাকায় তাঁর পুরনো টিম মুম্বই ইন্ডিয়ান্সই (Mumbai Indians) কিনে নিল তাঁকে। শুধু আইপিএল নয় গত বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেকের সুযোগ পান তিনি ( Ishan Kishan)। কিন্তু সেখানে গিয়ে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হন। কিন্তু তা সত্বেও আইপিএলে তাঁর দাম কমল না।

শুধুই অন্তর্বাসে রাস্তায় গপগপ করে খেলেন বড়াপাও! উরফির কাণ্ডে মজে নেট নাগরিকরা

img 20220328 224958
Ishan Kishan

ক্রিকেট জগতে নিয়ে প্রায়শই ঈশানের ( Ishan Kishan) নাম শিরোনামে উঠে এলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও একই ভাবে উৎসাহিত ভক্ত মহল। শোনা যায় ঈশান নাকি একজন ভালো ক্রিকেটারের সাথে সাথে একজন ভালো প্রেমিকও বটে। ২০১৯ সালে হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে মুম্বাই বনাম চেন্নাইয়ের রূদ্ধশ্বাস খেলায় দেখা যায় এক অরূপ সুন্দরী মহিলাকে। মুম্বাইকেই ( Mumbai Indians) সমর্থন করতে দেখা যায় তাঁকে। ক্যামেরার নজরও যেন ছিল তাঁর দিকেই। জানা গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই নাম করা ক্রিকেটার ঈশান কিষানের ( Ishan Kishan) প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন এই সুন্দরী। তবে কে তিনি?

আইপিএল নন্দিনি, রহস্যময়ী ললনাকে ঘিরে প্রশ্নের জটাজাল

img 20220328 225106
Ishan Kishan

ঈশানের কাছের এই বান্ধবীর নাম অদিতি হুন্ডিয়া ( Aditi Hundia)। জয়পুরে বেড়ে উঠেছেন তিনি। স্কুলের পড়াশোনাও করেন সেখানেই। অদিতি একজন নাম করা মডেল। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। কিছুদিন আগেই পোল্যান্ডে অনুষ্ঠিত “মিস সুপারন্যাশনাল” প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অদিতি ( Aditi Hundia)।

‘নিজের ডানা কাটুন’, হরনাজ সান্ধুর মন্তব্যে শোরগোল

img 20220328 230720
Ishan Kishan

অদিতি হুন্ডিয়া, যিনি তাঁর সৌন্দর্য দিয়ে ইশান কিশানকে ক্লিন বোল্ড করেছেন, তিনি ২০১৭ সালের “ফেমিনা মিস ইন্ডিয়া” ফাইনালিস্ট ছিলেন। এছাড়াও, তিনি ২০১৮ সালে “মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া” অ্যাওয়ার্ডও জিতেছিলেন। একদিকে দেশের অন্যতম বিখ্যাত ক্রিকেটার ইশান কিষাণ ( Ishan Kishan) আর অন্যদিকে তাঁর বান্ধবী অদিতি হুন্দিয়া বর্তমান ফ্যাশন জগতের একজন বিখ্যাত মুখ। আর এই দুজনের ক্যামিস্ট্রি সত্যিই অতুলনীয়।




Leave a Reply

Back to top button