IPL2022 : কম পারিশ্রমিকেই আইপিএলে খেলতে রাজি হলেন ধোনি ও বিরাট, রইল সিদ্ধান্তের পিছনের কারণ

অর্থে গুরুত্ব না দিয়ে টিমকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত সেটা সবাইকে আবারও বুঝিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি (Ms Dhoni) এবং আরসিবি (Royal Challangers Bangalore) ক্যাপ্টেন বিরাট কোহলী(Virat Kohli)। আইপিএল আসছে শীঘ্রই,সেজন্যই কি এতটা অর্থত্যাগ করলেন তারা? বিশেষ সূত্র বলছে আইপিএল নিলাম হওয়ার সময় চলে আসছে, তাই তার আগেই দুই দলের প্রথম পছন্দের প্লেয়াররা(Player) নিজের প্রাপ্য অর্থের পরিমাণ কমিয়ে দিয়েছেন অনেকটাই।গতবারে আইপিল-এ যা অর্থ পেতেন তার তুলনায় অনেক কম অর্থ পাবেন তারা এবছর। তাই বলে শুধুমাত্র টিমের জন্য এত ত্যাগ!
উল্লেখ্য আইপিএল(IPL) দলগুলির কাছে ক্রিকেটারদের নামের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিলো গত মঙ্গলবার। প্রতি বছরের মতন এবারও বেঙ্গালুরু কোহলীকে এবং চেন্নাই ধোনিকে তালিকায় রেখেছে। তাই আগামীতে আরও শক্তিশালী দল গড়ার আকাঙ্ক্ষা নিয়ে কোহলি ও ধোনি আগামী খেলা থেকে অল্প অর্থ নেবেন বলে ঠিক করেছেন। ধোনি নিজে চেন্নাই সুপার কিংসের কাছে জানিয়েছিলেন তাকে যেনো প্রথম পছন্দের ক্রিকেটার হিসাবে না রাখা হয়।
তাই চেন্নাই সুপার কিংস তাকে দ্বিতীয় পছন্দের ক্রিকেটার হিসাবে তালিকায় রেখেছে। প্রথম পছন্দের ক্রিকেটার হিসাবে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তাই এবছর আইপিএল খেলে রবীন্দ্র জাডেজা পাচ্ছেন ১৬ কোটি টাকা। আর মহেন্দ্র সিং ধোনি পাবেন ১২ কোটি। অর্থাৎ 8কোটি টাকা কমিয়েছেন ধোনি নিজের প্রাপ্য অর্থ থেকে। আগে তিনি প্রথম পছন্দের ক্রিকেটার হিসাবে ছিলেন। অপরদিকে আরসিবি দলের ক্যাপ্টেন বিরাট কোহলী প্রথম পছন্দের ক্রিকেটার হিসাবেই থাকছেন। তবে তার বেতন এবছর ১৫কোটি। অর্থাৎ মূল বেতন ছিল ১৭কোটি সেখান থেকে ২কোটি কমিয়েছেন তিনি। আগের খেলায় কোহলী আরসিবি কে প্লে অফে নিয়ে গিয়েছিলেন। তাই আরসিবি নিজের পছন্দের প্লেয়ারকে বেছে নিতে পিছুপা হয়নি।
তবে খেলা প্রেমীদের উদ্দেশ্যে বলাই চলে কে আইপিএল ১৫ এক নতুন রূপে আসতে চলেছে সকলের কাছই।এত বছর ধরে আটটা টিম তারকাতে ভরে থাকলেও অনেকেরই ঠিকানা বদলাতে চলেছে ইতিমধ্যেই।, ম্যাচের সংখ্যাও অনেক বেশি। তাই লীগ হবে প্রচুর চ্যালেঞ্জিং। অনেক আন্তর্জাতিক তারকা বসে আছেন বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে নিজের জায়গা পাওয়ার জন্য । ক্রিকেটারদের তালিকা ঘোষণার পর দেখা গেলো আটটা ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের জন্য চারজন করে প্লেয়ার ধরে রেখেছে। তবে একমাত্র পঞ্জাব মাত্র ২ জন ক্রিকেটার ধরে রেখেছে যথাক্রমে মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং। আইপিএলের নিলাম আসছে তাই সেখান থেকে সেরা ক্রিকেটার তুলে একটা নতুন দুর্দান্ত টিম বানানোই লক্ষ্য সমস্ত কর্তাদের। তবে কেকেআর, দিল্লি, মুম্বই চারজন করে ক্রিকেটার ধরে রেখেছে।