এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক

মন্টি শীল, কলকাতা : কথায় আছে ‘বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া’। কথাটা খাটি বাংলায় একটি শুধুমাত্র প্রবাদ বাক্য হলেও, এর কিছু কিছু উদাহরণ রয়েছে যা মানুষের জীবনে রীতিমতো এক নজির সৃষ্টি করে রেখে যায়। এই রকম কিছুটা ঘটল বলিউডের বাদশা শাহরুখ খানের দল কেকেআর এর সঙ্গে। দিনটা ছিল ২ রা মে সোমবার টাটা আইপিএল ২০২২ এর ৪৭ তম ম্যাচ। বাইশ গজে কলকাতা নাইট রাইডার্স এর প্রতিপক্ষ হিসেবে উপস্থিত ছিল রাজস্থান রয়ালস। প্রথমে ব্যাটিং করে রাজস্থান করে ১৫২ রানে পাঁচ উইকেট। জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৯.১ ওভারে ১৫৮ রানে ৩ উইকেট হয়।

ম্যাচের স্কোর বোর্ড অনুযায়ী বাদশাহের দল কেকেআর সেই ম্যাচে জয় লাভ করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের দলে এক নতুন তারকার উদ্ভাবন ঘটে। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, তিনি হলেন কলকাতা নাইট রাইডার্স এর ভারতীয় অলরাউন্ডার রিঙ্কু সিংহ। রিঙ্কু সিংহ মাত্র ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে কলকাতার জন্য জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু জানেন কি এই রিঙ্কু সিংহ এর আসল পরিচয়? তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। রিঙ্কু সিংহের জন্ম উত্তরপ্রদেশের আলিগড় নামক এক শহরে।

4c42

আরও পড়ুন ….আবার আসছে শান্টু-পূর্ণা! হাজারও মন খারাপের মাঝে একঝাক হাঁসি নিয়ে খোদ জানালেন অভিনেতা
আরও পড়ুন ….দুর্গামূর্তিকে পিছনে রেখে ঈদের শুভেচ্ছা মীরের, নেটজগতে ঝড় তুলেছে ভিডিও

২০ বছর বয়সী এই অলরাউন্ডার খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। রিঙ্কুর বাবা পেশায় একজন বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডারের ডেলিভারি বয়। মাস গেলে তিনি অর্থ উপার্জন করেন ৬ থেকে ৭ হাজার টাকার মতো। রিঙ্কুর বড় ভাইয়েরও একই রকম আয় ছিল। এই পরিস্থিতিতে দাড়িয়ে স্বাভাবিক ভাবেই ক্রিকেটার হওয়া তো দূরের কথা কেউ এটা নিয়ে ভাবাতে পারেন না। কিন্তু স্বপ্ন দেখা কোনও দিনই বন্ধ করেনি রিঙ্কু। এমনও একদিন এসেছে যে সংসারের দারিদ্র্যতা দূর করার জন্য শেষমেশ ঝাড়ুদার এর কাজ পর্যন্ত করতে হয়েছে।


আরও পড়ুন ….অনেক অনুনয়-বিনয়ের পর অবশেষে সিরিয়ালে ফিরছেন অদিতি, ২৫ বছর পরও অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে

কিন্তু একটা সময় সেই দুনিয়া ত্যাগ করে পরিবারের আস্থা ও বিশ্বাস অর্জন করে একের পর এক ক্রিকেট খেলতে শুরু করেন। এরপর শেষমেষ রঞ্জি ট্রফিতে সুযোগ পেলে রিঙ্কু মোট ৯ টা ম্যাচে ৪৯ এর গড়ে সর্বমোট ৬৯২ রান করেন। তারপর থেকেই বাইশগজের দুনিয়াতে এক অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়াল এই রিঙ্কু সিংহ। এমনকি আইপিএল এর নিলামের টেবিলে মুম্বাই ইন্ডিয়ানস এর সঙ্গে রীতিমতো যুদ্ধ চলে কলকাতা নাইট রাইডার্স এর। কিন্তু শেষ হাসি হাসে বাদশাহ। ৮০ লক্ষ্য টাকায় রিঙ্কু সিংহকে ক্রয় করে কলকাতা নাইট রাইডার্স। তারপর তার এই ঝোড়ো ইনিংস রীতিমতো ভাবতে বাধ্য করছে ক্রিকেট বিশ্লেষকদের।




Leave a Reply

Back to top button