জনসাধারন আপনাকে বিচার করার প্রবণতা রাখে, বিশেষত যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী হন: Sakshi Dhoni

একজন ক্রিকেট খেলোয়াড়ের স্ত্রী হওয়া মোটেই সহজ কাজ নয়। বারবার ক্যামেরার তাকানো, শিরোনামে নিজের নাম, নিজের লোকেদের দিয়ে দিনের পর দিন দূরে থাকাটা সাধারন জীবনে কতোটা ক্ষতি করে তা এবার জানালেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি(Sakshi Dhoni)। সাক্ষী সেসমস্ত প্রতিকূলতার কথা বললেন যা একজন সাধারণ মানুষের জানার কথা না। সাক্ষী আরও জানান যে ধোনি যখন আন্তর্জাতিক ক্রিকেটার ছিল তখন তাকে সবসময় মানসিকভাবে শক্ত রাখতে স্টেডিয়ামে থাকতো সাক্ষী।
আরও পড়ুন:Alia Bhatt: বক্স অফিসে ঝড় তোলার পর এবার হলিউডে আলিয়া, জেনে নিন ছবির নাম
কারন ধোনি সেখানে দেশের হয়ে খেলছেন এবং তাকে চিন্তামুক্ত রাখাই একমাত্র লক্ষ্য থাকতো তার। সাক্ষী(Sakshi Dhoni) বলেন, “আমরা গর্বিত কারণ তারা আজ যেখানে আছে এবং তারা কোটি কোটি মানুষের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এবং তারা সেই খেলায় যা মানুষ ভালোবাসে, বিশেষ করে ভারতে”। তিনি আরো বলেন, “আপনি যখন বিয়ে করেন এবং আপনার স্বামী অফিসে যান তখন সাধারণ জীবন বদলে যায়। কিন্তু আমাদের স্বামীরা খেলাধুলা করতে যায়। তাই আমি মনে করি যে তারা আপনার থেকে যেভাবে আশা করে সে অনুযায়ী আপনাকে খাপ খাইয়ে নিতে হবে এবং পরিবর্তন করতে হবে এবং শুধু তাদেরকে চাপমুক্ত রাখতে হবে।”
আরও পড়ুন:Partha Chatterjee TMC: পুরানো পদেই বহাল পার্থ, নতুন বছরে দলের গঠন-কাঠামো সাজিয়ে নিলেন মমতা
সেলেবদের যে ব্যক্তিগত জীবনের পরিসীমা কতটা ক্ষীণ তা অকপটে স্বীকার করলেন সাক্ষী(Sakshi Dhoni)। তিনি এই ভিডিওটিতে বলেন যে ব্যক্তিগত পরিসর প্রায় নেই বললেই চলে তারকাদের জীবনে এবং তারা বাইরে বেরিয়ে যে একটু সাধারন মানুষদের মত বাঁচবে, সেই উপায়ও নেই। এই বিষয়ে তিনি বলেন, “আপনার ব্যক্তিগত জীবন নেই এবং আপনি এই মুহূর্তে ক্যামেরার সামনে যেভাবে আছেন সেরকম হতে পারবেন না। কেউ ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ কেউ করেন না। এবং বিশেষ করে জনসাধারণের সাথে, তারা আপনাকে বিচার করার প্রবণতা রাখে, বিশেষত যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী হন। এমনকি যখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো কিছু করছেন এবং তারা কথা বলে”।
আরও পড়ুন:রাজনৈতিক মিম! “লাথি খেয়েই তৃণমূলে জয়প্রকাশ”, হাসির ফোয়ারা নেট দুনিয়ায়
এই বছরের আই পি এল হতে চলেছে ভারতবর্ষেই। গত দুই বছর ধরে কোভিড থাবা বসিয়েছে সারা বিশ্বের সাথে সাথে ক্রিকেট জগতেও। কিন্তু এইবার একই চেনা ছন্দে ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই সিজনের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে হতে চলেছে। ২৬ শে মার্চ আবার টিভির পর্দায় ফিরতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটের লীগ।