১) অর্থনীতি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন সৌরভ কন্যা সানা। মেয়ের সমাবর্তন অনুষ্ঠানের ছবি তুলে ধরলেন সৌরভ গাঙ্গুলী।
1/5
২) ইংল্যান্ডের UCL ইউনিভার্সিটি থেকে স্নাতক পড়তেন সানা। ভর্তি হয়েছিলেন ২০১৯ সালে। এবছর স্নাতক উত্তীর্ণ হলেন তিনি।
2/5
৩) সমাবর্তন অনুষ্ঠানে স্যুট-প্যান্টে উপস্থিত ছিলেন ‘দাদা’। ঘিয়ে-কালো শাড়িতে উপস্থিত হলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী।
3/5
৪) লাল রঙের উজ্জ্বল পোশাকে নজর কাড়লেন সানা নিজে। তাঁর হাসিমুখ ধরা পড়ল প্রতিটি ছবিতে। সানার কনোভেশনের পর সপরিবারে ইংল্যান্ডে ছুটি কাটাবেন সৌরভ গাঙ্গুলী।
4/5
৫) গ্র্যাজুয়েশন শেষ হলেও উচ্চশিক্ষার জন্য এখন ইংল্যান্ডেই থাকবেন সানা। তবে পুজোয় ফিরতে পারেন কলকাতায়।