আবুধাবিতে মুখোমুখি মুম্বাই বনাম পাঞ্জাব, DREAM 11-এ টিম গড়তে চোখ বুলিয়ে নিন আজকের আপডেটে
পূর্ব নির্ধারিত সময়সূচি মেনেই মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে শুরু হচ্ছে খেলা। এদিকে এদিনের খেলায় অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নীতিন মেনন, চিট্টিথোডি শামসুদ্দিনকে। থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন সাঈদ খালিদ। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন ভেঙ্গলিল নারায়ন কুটটী।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ফুল স্কোয়াডে থাকছে রোহিত শর্মা(অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইসান কিষণ, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, আদিত্য তারে, অনুকূল রায়, আনমোলপ্রীত সিং, ক্রিস লিন, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব, কিরণ পোলার্ড, সৌরভ তেওয়ারি, অ্যাডাম মিলনে, নেথান কাউল্টের-নইলে, পিয়ুষ চাওলা, জিমি নিশাম, অর্জুন তেন্ডুলকার, মার্কো জাসন, যদুভিড় চারাক।
অন্যদিকে পাঞ্জাব কিংসের ফুল স্কোয়াডে থাকছে কে এল রাহুল (অধিনায়ক/ উইকেট কিপার), মায়াংক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খান, রবি বিষ্ণুই, আদিল রশিদ, মোহাম্মদ সামি, হারপ্রীত ব্রার, আইডন মারক্রাম, নাথান এলিস, ঈশান পোড়েল, ক্রিস জর্ডান, জালাজ সাক্সেনা, মইশ হেন্ড্রিক্স, প্রভসিমরান সিং, মন্দীপ সিং, মুরুগান আশ্বিন, সরফরাজ খান, ফ্যাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার, উৎকর্ষ সিং, দর্শন নালকান্দে, অর্ষদীপ সিং।
এদিকে পাঞ্জাবের হয়ে মাঠে দেখা যাবে কে এল রাহুল (অধিনায়ক/ উইকেট কিপার), মায়াংক আগারওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা,নিকোলাস পুরান, মইশ হেন্ড্রিক্স, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ সামি, মুরুগান আশ্বিন, অর্ষদীপ সিং-কে।সেখানে মুম্বইয়ের হয়ে মাঠে দেখা যাবে রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), ঈশান কিশান, সূর্যকুমার যাদব, কিরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, কুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জাসপ্রিত বুমরা, ট্রেন্ট বোল্টকে।