Yuvraj Singh : ৬ বলেই ছয় থেকে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ, যুবরাজ সিং এর ৪০ তম জন্মদিনে রইল ৫ অজানা তথ্য

ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটসম্যান (Left-Hand Batsman) যুবরাজ সিং (Yuvraj Singh) ১২ ই ডিসেম্বর পদার্পণ করলেন ৪০ বছরে বয়সে। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বে বাইশ গজে পা রেখেছিলেন ক্রিকেট জগতের এই প্রতিভাশালী ব্যাটসম্যান। ২০১১ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ (World Cup) জেতার অন্যতম একটি কারণ ছিল অলরাউন্ডার (All Rounder) যুবরাজ সিং। এমনকি এক ওভারে ছটা ছয় মারার বিশ্ব রেকর্ডও গড়েছিলেন এই ক্রিকেটার। বহু কঠিন পরিস্থিতিতে দলের পাশে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েওছেন যুবরাজ। হার মানেননি জীবনযুদ্ধেও। মারণরোগ ক্যান্সারকে (Cancer) হারিয়ে ফের খেলার মাঠে ফিরেছেন যুবরাজ সিং। জীবনযুদ্ধে জেতা ভারতবর্ষে এক সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের জন্মদিনে রইল তাঁর জীবনের সেরা পাঁচটি অজানা তথ্য (Unknown Facts)।
১) যুবরাজের জার্সি (Jersey) নং ১২-এর ইতিহাস :
যুবরাজের জন্ম হয় ১৯৮১ সালের ১২তম মাস অর্থাৎ ডিসেম্বর মাসের ১২ তারিখে চণ্ডীগড়ের (Chandigarh) ১২ নং সেক্টরের এক হাসপাতালে। যুবরাজের জীবনের সঙ্গে ‘১২’ সংখ্যাটি এত ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কারণেই তাঁর জার্সির (Jersey) নম্বর ১২। এটি অদ্ভুত হলেও, যুবরাজের জীবনের এক অত্যাশ্চর্য সত্যি।
২) স্কেটিং (Skating) এবং টেনিস (Tennis) এর অনুরাগী ছিলেন যুবরাজ :
প্রাথমিকভাবে, যুবি ছোটবেলা থেকেই রোলার স্কেটিং (Roller Skating) এবং টেনিসের (Tennis) একজন বড় অনুরাগী ছিলেন। জীবনের প্রথমদিকে তিনি এই়া দুটি ক্রীড়ারই কোনো একটিকে অনুসরণ করে কেরিয়ার তৈরী করতে চেয়েছিলেন। এমনকি জাতীয় অনূর্ধ্ব-১৪ রোলার স্কেটিং (National under-14 roller skating) চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন ছোট্ট যুবি। কিন্ত যখন তাঁর বাবা যোগরাজ সিং (Yograj Singh) ক্রিকেটে যুবির অসামান্য প্রতিভা খেয়াল করেন, তারপর থেকেই তিনি তাঁকে ক্রিকেটের প্রতি সর্বাধিক মনোনিবেশ (Concentrate) করতে বলেন।
৩) জীবনের দু’বছর অভিনয় করেছেন যুবরাজ :
সূত্র থেকে জানা যায়, যুবরাজ তাঁর ছেলেবেলায় বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তবে ক্রিকেটার যুবরাজ দাবী করেন যে, তিনি অভিনয় দক্ষতায় বেশ দুর্বল ছিলেন। তাই অভিনয় নিয়ে ভবিষ্যত পরিকল্পনারমতন দুঃসাহস তিনি আর কখনোই করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং-ও আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার পর পাঞ্জাবী অভিনেতা হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন।
৪) ইয়র্কশায়ার (Yorkshire) কার্যকাল :
শচীন টেন্ডুলকারের পরে ইয়র্কশায়ারের হয়ে খেলেন এমন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন যুবরাজ সিং। এছাড়া রবি শাস্ত্রী (Ravi Sastri) ছাড়া তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি এক ওভারে ছটা ছয় মেরেছিলেন। তিনিই একমাত্র ভারতীয় অলরাউন্ডার যিনি এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬টা ছয় মেরেছিলেন একটা ওভারেই।
আরও পড়ুনঃ কম পারিশ্রমিকেই আইপিএলে খেলতে রাজি হলেন ধোনি ও বিরাট, রইল সিদ্ধান্তের পিছনের কারণ
৫) ক্যান্সার রোগীদের সাহায্য করেন যুবরাজ :
২০১১ সালে মারণরোগ ক্যান্সারে জর্জরিত হন এই ভারতীয় ক্রিকেটার। ফুসফুসে ক্যান্সার (Lungs Cancer) হয়েছিল এই ক্রিকেটারের। তবে তিনি মাঠের খেলার মতন করেই এই রোগের সাথেও কঠোর লড়াই করে মারণরোগের বিরুদ্ধে কঠিন ম্যাচটা জিতে ফের ক্রিকেট জগতে বিজয়ী প্রত্যাবর্তন করেছিলেন। এরপর তিনি একটি দাতব্য সংস্থা (Charity) চালু করেন, যার নাম ‘YouWeCan’। এই সংস্থার মাধ্যমে তিনি তার মতো অন্যান্য মারণরোগে আক্রান্ত রোগীদের মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।