Wridhhiman Saha : বিস্ফোরক ঋদ্ধিকে দমাতে হুমকি সাংবাদিকের, নড়েচড়ে বসল বিসিসিআই

টেস্ট দল থেকে বাদ পড়ার পর থেকেই ঋদ্ধিমান সাহাকে ( Wridhhiman Saha) নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা, সেই ঘটনাকে খানিকটা উস্কানি দিয়ে সে নিজে বলেছে তাকে বোর্ড প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গাঙ্গুলি আস্বস্ত্ব করেন তাকে দলে (Cricket team) থাকা নিয়ে চিন্তা করতে হবে না সে জেন তার খেলায় মন দেয় এবং ঠিক করে খেলে, কিন্তু তাও সে দল থেকে বাদ পড়ল কেন সেটা তিনি এখনও ঠাওর করতে পারেননি।
এই ঘটনার পর এক জার্নালিস্ট (Journalist) নাকি তার সঙ্গে যোগাযোগ করেন এবং এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে সাহার (Wridhhiman Saha) সাক্ষাৎকার নিতে চায় এবং সাহার প্রতিক্রিয়া জানতে চায়, সেই দিকে সাহা খুব একটা দৃষ্টি নিক্ষেপ না করায় সেই জার্নালিস্ট সাহাকে ভয় দেখায় এবং আপমানজনক কথাবার্তা বলে বলে অভিযোগ।
এরপর একটি ভয়েস কল ও করে যেটি সাহা না ধরায় মিসড কল হয়ে কেটে যায়। এই পুরো ঘটনাটাই ঘটে একটি সোশ্যাল মিডিয়া(Twitter) চ্যাটের মধ্যে দিয়ে। সেই স্ক্রীনশর্ট দিয়ে সাহা (Wridhhiman Saha) নিজের ট্যুইটার আক্যাউন্টে পোস্ট করে লেখে যে সে এতদিন নিঃস্বার্থ ভাবে ভারতীয় ক্রিকেট কে সেবা করে গেছে, এখন তাকে এইভাবে অপদস্ত হতে হচ্ছে প্রতি পদে পদে। এবং এও বলেন সাংবাদিকতা কত নোংরামির পর্যায়ে পৌঁছে যাচ্ছে।
আরও পড়ুনঃ- Wridhhiman Saha : খোদ বিসিসিআই-র সঙ্গে সংঘাত, ঋদ্ধিমান সাহার টেস্ট ক্যারিয়ার কি শেষের পথে
এই ঘটনার পর পুরনো নামজাদা ক্রিকেটাররা সাহার পাশে এসে দাঁড়িয়েছেন। সদ্য প্রাক্তন দলের কোচ রবি শাস্ত্রী বলেন এই বিষয়ে বোর্ড প্রেসিডেন্টের অবশ্যই কিছু বক্তব্য প্রকাশ করা উচিত, আবার প্রাক্তন খেলোয়াড় বিরেন্দ্র সেহবাগ বলেন এটি একটি খুবই দুঃখজনক ঘটনা, এইসব চামচাগিরি বন্ধ হওয়া দরকার, এই ধরনের জার্নালিসম খুবই নিম্নতার পরিচয়। এছাড়াও হরভজন সিং, আর পি সিং এর মত নামকরা ক্রিকেটাররাও এখন ঋদ্ধির ( Wridhhiman Saha) পাশে। এই ঘটনা ক্রমশ অন্য রুপ নিচ্ছে দেখে বিসিসিআইএর এক কর্তা খদ জানিয়েছেন যে এই বিষয় টি নিয়ে তা সিধান্ত নেবে দ্রুত এবং অপরাধীকে খুঁজে বার করে যথাযোগ্য সাস্তির বাব্যস্থা করবে বোর্ড।