অপেক্ষার অবসান! ‘ক্যাপ্টেন কুল’-এর হাত ধরে ভারতে ফিরছে ফ্রি ফায়ার

আবার ভারতে আসছে 'ফ্রি ফায়ার'! থাকছে একাধিক চমক

পূর্বাশা, হুগলি: ভারতের জনপ্রিয় ভিডিয়ো গেমের নাম বললেই পাবজি, ফ্রি ফায়ারের নাম আসে প্রথমেই। কিন্তু এই গেমের বিরুদ্ধে তথ্য কারচুপির অভিযোগ ওঠায় দেশের নিরাপত্তার খাতিরে ২০২২ সালের শুরুর দিকে এই গেম ব্যান করে দেয় সরকার। কিন্তু সমস্ত জটিলতা কাটিয়ে ফের একবার দেশে ফিরতে চলেছে জনপ্রিয় গেম ‘ফ্রি ফায়ার’। প্রায় দেড় বছর পর ভারতে লঞ্চ হতে চলেছে গেমটি।

India,Video game,Game in india,Banned game,Free fire

সূত্রের খবর, এবার গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনি। দেশীয় সংস্থা হিরানন্দানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে ‘ফ্রি ফায়ার’। এই সংস্থার ইয়াট্টা ডেটা সেন্টারে সংরক্ষিত থাকছে তথ্যগুলি। এই গেম সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতীয় ইউজার দের ডেটা অন্য কোনও দেশের ডেটা সেন্টারে স্টোর করবে না।

India,Video game,Game in india,Banned game,Free fire

প্রসঙ্গত, ফ্রি ফায়ার বরাবরই ভারতের জনপ্রিয় গেমগুলির মধ্যে অন্যতম। এই গেমটির অ্যাকটিভ ইউজারের সংখ্যা ছিল প্রায় ৫০ মিলিয়ন। বর্তমানে টিনএজার ও ইয়ং জেনারেশন এই গেমের মধ্যেই নিজেদের সঁপে দিচ্ছে ক্রমশ। কম বয়সীদের বাড়ছে অ্যাডিকশন আর জনপ্রিয়তা বাড়ছে ভিডিয়ো গেমের।




Leave a Reply

Back to top button