বিশেষ দিনের বিশেষ চমক, ভক্তদের কাছে পায়েস খেয়েই জন্মদিন পালন উচ্ছেবাবুর

বাংলা ধারাবাহিকের জগতে সেরা ধারাবাহিক কোনটি তা জিজ্ঞেস করা হলেই সকল সিরিয়াল প্রেমীদের কাছে একটাই উত্তর থাকে, তা হল মিঠাই। ধারাবাহিকটি শুরু থেকেই সকল দর্শকের ভালোবাসা পেয়েছে। আর এভাবেই অল্প সময়ের মধ্যেই বাংলার এক নম্বর ধারাবাহিক হিসেবে নাম করে নিয়েছে ‘মিঠাই’ ধারাবাহিকটি। আর ধারাবাহিকটির মত ধারাবাহিকের তারকারাও দর্শকের কাছে খুবই প্রিয়। তা সে সিরিয়ালের অভিনেত্রী মিঠাই হোক বা সিদ্ধার্থ, নেট দুনিয়ায় উভয়েরই রয়েছে অজস্র ভক্ত। এমনকি মিঠাই খ্যাত সিড ওরফে অদৃতের জন্য পাগল সকল মেয়েরা। আর সেই সিডের আজ জন্মদিন ( Mithai serial actor Adrit Roy birthday celebration ) । তাই শোরগোল পড়ে গেছে গোটা নেট মাধ্যম জুড়ে।

আজ অর্থাৎ ২৫ শে মে তিরিশ বছরে পা রাখতে চলেছে মিঠাই খ্যাত অভিনেতা অদৃত। একজন অভিনেতা হওয়ার পাশাপাশি আদৃতের রয়েছে আরও অনেক প্রতিভা। এবং এই কারণের জন্যই অন্যান্য ধারাবাহিকের নায়কদের তুলনায় তার ভক্তসংখ্যাও বেশি। গোটা বাংলা জুড়ে লাখ লাখ ভক্ত রয়েছে অদৃতের। আর আজকের এই বিশেষ দিনে তার এই লাখ লাখ ভক্তদের ভালোবাসা নেট মাধ্যম জুড়ে উপচে পড়েছে। তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গতকাল মাঝরাত থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করা শুরু করেছে।

img 20220525 200140

শুধু যে ভক্তরাই অদৃতকে ভালবাসেন তাই নয়, অদৃতও সমান ভাবে তার অনুরাগীদের ভালোবাসেন। এ প্রমাণ তার জন্মদিনেই পাওয়া যায়। অদৃত মনে করেন তার ভক্তদের জন্যই আজ তার এত জনপ্রিয়তা আর তাদের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় গতকাল একটি পোস্ট করেন তিনি। যেখানে অদৃত জানান তার জন্মদিনের দিন ভারতলক্ষী স্টুডিওর গেট সারাক্ষণ খোলা থাকবে। যাতে সেখানে গেলেই তার অনুরাগীরা তাকে সামনাসামনি দেখতে পান। আর অনুরাগীদের দেওয়া কথার নড়চড়ও হয় নি। আজকের এই বিশেষ দিনটি অনুরাগীদের সাথেই চুটিয়ে উপভোগ করছেন অদৃত।

 

 

View this post on Instagram

 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

সেখানে কেউ নিজের হাতে তাকে পায়েস খাইয়েছেন, আবার কেউ তিলক পড়িয়েছেন। অনেক ভক্তরা গোলাপ দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পায়েস খাওয়ার সময় আবার সিদ্ধার্থ বলেছিলেন যে তিনি মিষ্টি খুব পছন্দ করেন। গোটা সোশাল মিডিয়া আজ ভরে উঠেছে অদৃতের জন্মদিনের ছবি এবং ভিডিওতে। এবং সেই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে প্রিয় তারকাকে সামনে থেকে দেখার সুযোগ কোন অনুরাগীরাই হাতছাড়া করেননি। সকল ভক্তের উপস্থিতিতেই জন্মদিন পালন করেছেন অদৃত।

আরও পড়ুন: বয়সই হয়ে দাঁড়াল বাধা, বাচ্চা বউয়ের সাথে বিচ্ছেদের পথে অরিন্দম! ‘গোধূলি আলাপ’ এ নয়া মোড়

স্টুডিওর বাইরে দাঁড়িয়ে নিজের সকল অনুরাগী এবং ধারাবাহিকে সমস্ত কলাকুশলীদের নিয়ে কেক কেটেছেন অদৃত। খুবই মজার সাথে পালন করেছেন তার এই বিশেষ দিনটি। ভক্তদের পাশাপাশি ধারাবাহিকের সহ তারকারাও সোশ্যাল মিডিয়ায় তার ছবি আপলোড করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ধারাবাহিকের বাকি তারকাদের হৃদয় স্পর্শ করা শুভেচ্ছার পাশাপাশি জি বাংলার কতৃপক্ষও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অদৃতকে। দার্জিলিংয়ে হানিমুনে যাওয়াকালীন সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করে সেখানে জানানো হয়েছে যে তেতো হোক, কিংবা মিষ্টি তারা অদৃতের সকল ব্যক্তিত্বকেই ভালোবাসে।

আরও পড়ুন: রোগা বলায় চরম ক্ষেপে গেলেন মাধুরী, ইন্ডাস্ট্রীই ছেড়ে দেবেন বলে হুমকি




Leave a Reply

Back to top button