ফের মুখার্জিবাড়ি ছাড়ল গুনগুন! প্রতিদিনের একঘেয়েমি দেখে সিরিয়াল বন্ধের দাবি দর্শকদের

অহেলিকা দও, কলকাতা : বাঙালিদের বিনোদনের রসদ মানেই বাংলা সিরিয়াল ( Bengali Serial )। বাংলার দর্শকদের সাথে বাংলা সিরিয়ালের সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। তাই সিরিয়াল বাঙালিদের অত্যন্ত পছন্দের শো। ঘড়িতে ৬টা বাজতেই টিভির পর্দায় চলতে থাকে একটার পর একটা সিরিয়াল। তা দেখেই আনন্দ নেয় বাঙালি। আর দিনে দিনে দর্শকমহলে বাড়ছে থাকা চাহিদার কথা মাথায় রেখে এখন আনা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল ( Bengali Serial )।

কিন্তু এখন যে কোনো সিরিয়ালের ( Bengali Serial ) ক্ষেত্রেই টিআরপিই শেষ কথা। টিআরপি তালিকায় এগিয়ে থাকতেই প্রতি সপ্তাহেই সিরিয়াল গুলোতে থাকে নিত্যনতুন চমক। এই কারণেই দেখা যায় বেশীরভাগ সিরিয়াল যে বিষয় নিয়ে শুরু হয় সময়ের সাথে সাথে তার ট্র্যাকে আসে পরিবর্তন। টি আর পি-তে ভালো স্কোর করার আশায় বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় গল্পের মোড় ঘোরাতে।

khorkuto serial

তবে টি আর পি তালিকায় স্কোর যাই হোক না কেন, বরাবরই দর্শকদের অত্যন্ত পছন্দের তালিকায় থাকা একটি সিরিয়াল ( Bengali Serial ) হল স্টার জলসার ‘খড়কুটো’ ( Khorkuto )। সিরিয়াল নায়ক সৌজন্য ( Soujanya ) এবং নায়িকা গুনগুন ( Gungun ) দর্শকমহলে এতটাই জনপ্রিয় যে দর্শকরা তাদের জুটিকে ভালোবেসে ‘সৌগুন’ বলে ডাকেন। দর্শকমহলে আজও পছন্দের জুটি তারা।

এই সিরিয়ালের ( Bengali Serial ) যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন। ইতিমধ্যেই বাস্তবের মতোই সিরিয়ালেও মৃত্যু হয়েছে গুনগুনের ড্যাডি। এরপরেই গুনগুনের কোল আলো করে এসেছে একরত্তি ছেলে। তবে ইদানীং সিরিয়ালে দেখা যাচ্ছে সৌজন্যকে নিয়ে বেশ দোটানার মধ্যে দিয়েই যাচ্ছে গুনগুন। তাই নতুন মা গুনগুন মানসিক শান্তির খোঁজে কিছু মাসের জন্য বিদেশে থাকতে চায়।

বরাবরের মতো সৌজন্য এবারও তার স্ত্রীর কথা মেনে নিয়েছে। তাই গুনগুনের ইচ্ছাপূরণ করতে ইতিমধ্যেই সব ব্যবস্থাও করে ফেলেছে সে। তবে মুখে যাই বলুক মনে মনে কিন্তু মুখার্জী বাড়ির সবাই ভীষণ কষ্ট পাচ্ছে গুনগুনের এই চলে যাওয়ায়। এই পর্বের ভিডিও ফেসবুক পেজে দেওয়া মাত্রই নেটিজেনরা দাবি জানিয়েছেন, ‘অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক এই সিরিয়াল।’ আবার অনেকের দাবি, ‘আগে ভালো লাগতো কিন্তু গুনগুনের এতো নাটকের জন্য আর ভালো লাগে না।’




Leave a Reply

Back to top button