রাজ-শুভশ্রীর সুখের সংসারে অশান্তি! ছেলে ইউভানকে নিয়েই ঝগড়া দম্পতির

অহেলিকা দও, কলকাতা : বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া উচিত কি উচিত না এই নিয়ে অশান্তি আজকাল ঘরে ঘরে। এমনটা হল রাজ-শুভশ্রীর ক্ষেত্রেও। তাকে সকাল সকাল গেম শেখাতে বসেছেন রাজ ( Raj Chakraborty )। সেই দেখে রণমূর্তি হলেন মা শুভশ্রী ( Subhashree Ganguly)। এমনই সাংসারিক ঝামেলার ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করেছেন শুভশ্রী। সেখানে উপস্থিত রয়েছেন পরমব্রতও ( Parambrata Chatterjee)।
সোফায় বসে ছোট্ট ইউভান ( Yuvan ) এবং তার পাশে তার বাবা পরিচালক রাজ চক্রবর্তী। গেম ( game ) শেখানো দেখে তো বেজায় আগুন শুভশ্রী। তাঁর বাচ্চা মাঠে গিয়ে ছুটোছুটি করে খেলবে তা নয়, এইটুকু বয়সে ছেলেকে মোবাইল গেম ধরাচ্ছেন বাবা? এ কিছুতেই মানবেন না মা শুভশ্রী। সেই নিয়ে স্বামী-স্ত্রীতে লেগে গেল ঝামেলা। সাথে সাথে রাজও যুক্তি দেখিয়ে স্ত্রী শুভশ্রীকে বললেন, “তুমিও তো সারাদিন মোবাইলে ডুবে থাকো। ছেলেকে খাওয়ানোর সময় মোবাইলে গান শোনাও না?”
শুভশ্রীরও তখন পাল্টা জবাব, “সে তো গান! গল্প, ইউটিউবে শোনাই ওকে। কিন্তু গেম খেলাবে তুমি তাই বলে?” বলেই অভিনেত্রী বললেন, “পাবজি না কী, হাবজি-গাবজি গেম!” এত কথার মাঝে ওদিকে মা ইউভানকে বল নিয়ে মা তাকে মাঠে পাঠিয়েই ছাড়লেন।
View this post on Instagram
এরপর হঠাৎ করেই স্ক্রিনে চলে আসেন পরমব্রত। রাজ-শুভশ্রীর ঝগড়া স্তিমিত করে স্পটলাইট কেড়ে বললেন, “ছোট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেবেন না, এতে কতটা ক্ষতি হয় ভাবতে পারবেন না।” ঘরে ঘরে চলে এমনই দৃশ্য। সেই ছবিই ফুটে উঠল রাজ-শুভশ্রী-পরমের অভিনয়ে। মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া যায় কি? এই সচেতনতা নিয়েই আসছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হাবজি-গাবজি’ ( Habji Gabji )। যার প্রচারে শুভশ্রী একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন সোমবার। ছবির শুভমুক্তি আগামী ৩ জুন। তবে তার আগেই ছবির প্রথম গান মুক্তি পাচ্ছে আগামীকাল।
আরও পড়ুন…রেখার প্রেমে মত্ত ছিলেন অমিতাভ, ইরানি ডান্সারের জন্য চড় মেরেছিলেন রেখাকে
মোবাইল আসক্তি আমাদের সবারই কমবেশি রয়েছে। বিশেষ করে ছোটদের তো বটেই! বিশেষ করে করোনার জ্বালায় অনলাইন সবকিছু। এখন তো খুদেদের হাতে হাতে ফোন। আর তাতেই বাড়ছে একাধিক সমস্যা। এবার এই বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘হাবজি গাবজি’। ছবির প্রথম গান মুক্তি পাচ্ছে আগামীকাল। ‘হাবজি গাবজি’-র পর এই জুটিকে ফের দেখা যেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’ সিনেমায়।
আরও পড়ুন…ভয়ঙ্কর সংকটে আমির কন্যা! নেটপাড়ায় অঘটনের ইঙ্গিত দিলেন ইরা খান নিজেই