একি কাণ্ড! পাবলিক বাসে লোম তুলছেন কেনো ! জেনে নিন কেনো এমনটা করলো এই মেয়েটি

কেনো এমন কাজ করলো মেয়েটি। শেষমেশ পাবলিক বাসে। জেনে নিন বিস্তারিত

বর্তমান দুনিয়ার একমাত্র সহতর মাধ্যমের নাম সোশ্যাল মিডিয়া। যার কারণে মুহুর্তের মধ্যে হয়ে যেকোনো কিছু ভাইরাল। আর এই ভাইরাল দুনিয়ার যুগেই মানুষ সোশ্যাল মিডিয়ার যেকোনো পোস্টের মাধ্যমে হতে পারে নিমেষেই জনপ্রিয়। খ্যাতির শীর্ষে উঠতে লাগবেনা খুব বেশিদিন সময়।

আর এই নেট দুনিয়ার মানুষ নিজেকে প্রচারিত করতে সকলের সামনে নিজেকে তুকে ধরতে কোনো কিছু করতেই পিছু পা হননা এখন আর। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন ধরেই।

ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিডিয়োটি কলম্বিয়ার বোগোটা থেকে। ভিডিয়োতে একজন মহিলাকে ফোনে খুশি খুশি কথা বলতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাসে বসেই পায়ে ওয়্যাক্স করছেন তিনি। ওয়াক্সিং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে শরীর থেকে অবাঞ্ছিত লোম দূর করা হয়।

ভিডিয়োটি @aquilovisteprimero নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ভিড় বাসে বহু মানুষের মধ্যে বসে আছেন ওই মহিলা। পাশেই বসে আছেন এক বৃদ্ধ। মহিলাটি পায়ে ওয়্যাক্সের স্ট্রিপগুলি আটকে রেখেছেন এবং তারপরে সেগুলি টেনে তুলছেন। ওদিকে ফোনে কথাও বলছেন। পাশে বসা লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে তাঁর দিকে।

এই ভিডিওটি নেটে আপলোড করার মুহুর্তের মধ্যে ১০ লাখ লোক সেটিকে দেখেছেন।নেটিজেনের মন্তব্য, মনযোগ আকর্ষণের জন্য মেয়েটি এমন করছে। কারও মন্তব্য, তিনি একটি গাড়ি কিনতে চান, যেন গণপরিবহনে এমন দৃশ্য আর যেন দেখতে না হয়।

তবে, একথা বলতেই হয় যে এখনকার দিনে দাঁড়িয়ে মানুষ নিজেকে বিখ্যাত করার জন্য নিজের যোগ্যতার চেয়ে বেশি এমন কিছু কাজ করে বসেন যার কোনো যুক্তিযুক্ত কারণ থাকেনা।

 




Leave a Reply

Back to top button