‘সচ কহে রাহা হে দিওয়ানা!’ KK-প্রয়াণে শোকাহত নিজের গলাতেই গান ধরলেন মিঠাইয়ের উচ্ছেবাবু

প্রত্যুষা সরকার, কলকাতা: যতই নতুন নতুন ধারাবাহিক আসুক ‘মিঠাই‘কে পিছনে ফেলতে পারছে না কেউই। গত এক বছর আগে শুরু হওয়া এই ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি লিস্টের শীর্ষ স্থানটি যেন দখল করে নিয়েছে। কয়েক সপ্তাহ আগে ধারাবাহিকটি তার শীর্ষ স্থান হারিয়ে ফেললেও গত সপ্তাহেই ফের তার আগের সেরা-র জায়গা ছিনিয়ে নিয়েছিল ‘মিঠাই’ ( Mithai )। মিঠাই পরিবারেরকে একেবারে নিজের পরিবার করে নিয়েছে দর্শকেরা।

তাই এই ধারাবাহিকের মতো, ধারবাহিকের চরিত্রগুলিও ভীষণ প্রিয় দর্শকদের কাছে। মিঠাই
ওরফে সৌমিতৃৃষা থেকে শুরু করে সিদ্ধার্থ মোদক অর্থাৎ উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করা আদৃত রায় ( Adrit roy )। মিঠাই ধারাবাহিকে অভিনয় করার পর আদৃতের ভক্তের সংখ্যা বেড়ে গেছে প্রায় কয়েক গুণ। আট থেকে আশি সবারই পছন্দের মানুষ হয়ে উঠেছে আদৃত। ক’দিন আগে তাঁর জন্মদিনে মিঠাই-এর সেটের বাইরে ভিড় জমিয়েছিল অগুণতি ভক্ত। কেউ নিয়ে এসেছিল কেক,কেউ আবার তাঁর জন্য নিজের হাতে বানিয়ে এনেছিল পায়েস, আবার কেউ পুজো দিয়ে এসেছিল ঠাকুরের মন্দিরে।

img 20220616 114304

তবে শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি আদৃত খুব ভালো গায়ক। ওঁর নিজস্ব একটা ব্যান্ডও আছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই ব্যান্ডের গানই শেয়ার করে নিলেন আদৃত। রিহার্সলের সময়কার একটি ছোটো মূহুর্ত ( Adrit roy )। সেই ভিডিয়োতে দেখা গেল গিটার বাজিয়ে কেকে ( KK )-র গান করছেন মিঠাইয়ের উচ্ছেবাবু। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির ‘সচ কহে রাহা হ্যায়’ গানটি গাইলেন আদৃত এবং তাঁর সঙ্গীরা। নিমেষে সেই গানের ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

img 20220616 114217

আদৃতের ব্যান্ডের নাম ‘পোস্টার বয়েজ’। ২৫ জুন ২০২২ নিউটাউনের নজরুল তীর্থে, পোস্টার বয়েজের একটি কনসার্ট করার কথা আছে। জানা গেছে, কেকে ( KK )-র গান নিয়ে হবে পুরো কনসার্ট। কেকে-কে শ্রদ্ধা জানাতে এমন উদ্যোগ নিয়েছে ‘পোস্টার বয়েজ’। নজরুল তীর্থে ওই কনসার্ট শুরু হবে বিকেল ৫টা থেকে।

গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চের লাইভ স্টেজ শো করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি গায়ক কেকে। এরপর হোটেলে গিয়ে আরও অসুস্থ বোধ করেন তিনি ( KK )। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় শহরেরই এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকতিৎসকরা কেকে-কে মৃত ঘোষণা করে। এই ঘটনা শোনার পর মন এখন ভারাক্রান্ত কেকে-র ভক্তদের। এবার কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে নিউটাউনের নজরুল তীর্থে আসছে আদৃতের ( Adrit roy )ব্যান্ড ‘পোস্টার বয়েজ’।




Leave a Reply

Back to top button