Anil Kapoor: ‘ফির সে উড় চালা’, অনিলের রিলে ভাসছে ভক্তরা, কি করছেন জার্মানিতে ‘লাখান’

অহেলিকা দও, কলকাতা- ‘বলিউডের কোন ইয়াংস্টার আপনার সবচেয়ে পছন্দের?’ এর উত্তরে বিগ বি (Amitav Bachan) একবার বলেছিলেন ‘ঝাক্কাস’। হ্যাঁ শেহনসা তার কথাই বলছে যে এখনও ইয়াং (young), ড্যাশিং (dashing), মারভেলাস (marvellous), ঝাক্কাস এই সব প্রতিশব্দের সাথেই খাপ খাইয়ে নিতে পারেন। যে এখনও ছেলে মেয়ের সাথে দাঁড়িয়ে পরলে কেউ বলতে পারবে না যে তিনি ‘বাবা’ না ‘দাদা’।   সে রাম-লাখানের লাখান, ভারতিয়দের সবার ঘরের ‘এ জি.. ও জি’, বলিউডের (Bollywood) ঝাক্কাস ‘অনিল কাপুর’ (Anil Kapoor)।

বলিউড অভিনেতা অনিল কাপুরের (Anil Kapoor) একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় সারা ফেলে দিয়েছে। এইমুহূর্তে জার্মানিতে রয়েছেন অনিল। শেষ দিনের জার্মানি সফর এক ভিডিও মাধ্যমে শেয়ার করেছেন তিনি। যেখানে জার্মান একজন ডাক্তারের বক্তব্য তুলে ধরেছেন অনিল। ডাক্তার বলছেন, ‘এটাই অনিলের ‘ট্রিটমেন্ট’ এর শেষ পর্যায়’। তিনি দীর্ঘ দশ বছর ধরে একটি কঠিন রোগে ভুগছেন। মূলত সেই সুবাদেই তাঁর জার্মানিতে আসা। আর তাতেই উত্তলিত হয়ে উথেছেন তার ভক্তরা।

জার্মানির এক শহরের রাস্তায় হাঁটছেন বলিউড এই তারকা। ইনস্টাগ্রামে শেয়ার করা তার এই ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘলা আকাশ আর তার সাথে চলেছে তুষারপাত। আর সেখানেই ফুটপাথ দিয়ে হাঁটছেন ‘লাখান’। কালো রঙের লং কোট, মাথায় টুপি এবং মানানসই কালো ট্রাউজার্স। ভিডিওর ক্যাপশনে তিনি  লিখেছেন, ‘ তুষারের মধ্যে দিব্যি হেঁটে চলেছি। ডা.মুলারের কাছে যাচ্ছি চিকিৎসার জন্য’। এমনকি সেই চিকিৎসকের উদ্দেশেও কৃতজ্ঞতাও জানিয়েছেন অনিল কাপুর। উল্লিখিত, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ‘রকস্টার’ ছবির মোহিত চৌহ্বানের গাওয়া ‘ফির সে উড় চালা’ গানটি রেখেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by anilskapoor (@anilskapoor)

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মুগ্ধতায় কমেন্ট বক্সে ঝড় ওঠে। এমনকি হাততালির ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন নীতু কাপুর (Nitu Kapoor)। এছাড়া সোনম কপুরের বন্ধু নীনা গুপ্তার কন্যা মাসাবা তো জিজ্ঞেস করেই ফেললেন, ‘অনিল আঙ্কল, কীভাবে প্রতিবার এত দারুণ সব ভিডিয়ো পোস্ট করো তুমি?’ এছাড়াও তাঁর ভক্তরা তাঁর শারীরিক অবস্থার কথাও জিজ্ঞাসা করছেন। আর একজন ব্যক্তি তো জিজ্ঞাসা করেই বসলেন, ‘কীসের চিকিৎসা? যেখানে আপনি এত ফিট’। এমনকি এক নেটিজেন অনিল কাপুরের উদ্দেশে ‘ত্রিমূর্তি’ ছবির বিখ্যাত সংলাপ উদ্ধৃত করে লিখেছেন,’কাল শাম অউর থি আজ শাম অউর হ্যায়, কাল ঠিকানে অউর থি, আজ মনজিল অউর হ্যায়’ অর্থাৎ, কাল বিকেল কিছু অন্য অনুভুতি ছিল, আজ এক্কেবারে অন্যরকম, বিগত দিনে ঠিকানা কিছু অন্য ছিল, আজ লক্ষ্য এক্কেবারে অন্যরকম।

আরও পড়ুন……Katrina Kaif-Vicky Kaushal Wedding- স্থগিত হলো ক্যাট ও ভিকির বিয়ে, তবে সম্পর্কে ফাটল

গত বছরে অনিল কাপুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি অ্যাকিলিস টেন্ডিঙ্কাইটিসে ভুগছেন। কোনোরকম অস্ত্রোপচার ছাড়াই তিনি রোগটি কাটিয়ে উঠেছিলেন। অনেকে আবার এই প্রশ্নও করেছেন যে তিনি কি আবার এই রোগের চিকিৎসা করাতেই জার্মানিতে গিয়েছিলেন? তবে তিনি এই প্রসঙ্গে কোনো তথ্য দেননি। সে যাই হক, বলিউড – হলিউড (Bollywood – hollywood) এই স্টারের সুস্থতা কামনা করে অনিলের এই ভিডিওতে ভেসে গেছেন নেটিজিনেরা।




Back to top button