Apple iPhone 13: আসছে আইফোন ১৩! কোন কোন মডেলে, কী কী ফিচার অপেক্ষা করছে আপনার জন্য

অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে একমাত্র অ্যাপল, এ কথা একবাক্যে স্বীকার করবে যেকোনো টেক-স্যাভি। ফলত নতুন আইফোন কবে আসছে? এ প্রশ্নের উত্তর পেতে আগ্রহী বহু অ্যাপল প্রেমীই। জানা যাচ্ছে, এ বছরের ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে লঞ্চ ইভেন্ট। সূত্রের খবর, প্রকাশ পেতে পারে আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স। ইতিমধ্যেই ১৪ সেপ্টেম্বর বিশেষ লঞ্চ ইভেন্ট সম্পর্কে প্রকাশ করেছে অ্যাপল। নয়া আইফোনগুলির পাশাপাশি সামনে আসবে একগুচ্ছ নতুন অ্যাপল সামগ্রী, খবর এমনই।

Price features of iPhone,Apple iPhone,13 Series Apple iPhone,আইফোনের দাম,তথ্য প্রযুক্তির খবর,আইফোনের খবর,আইফোন ১৩,আইফোনের লঞ্চ ইভেন্ট,মোবাইলের খবর

অ্যাপল মারফত জানা যাচ্ছে, করোনা আবহে সেপ্টেম্বরের লঞ্চ ইভেন্ট চলবে ভার্চুয়াল মাধ্যমে। apple.com-এ সরাসরি দেখা যাবে এই ইভেন্ট। গত বছরের ন্যায় এ বছরের লঞ্চ ইভেন্টও অনুষ্ঠিত হবে অ্যাপল পার্কে।টেক-জায়ান্ট সংস্থার খবর অনুসারে, ১৪ সেপ্টেম্বর রাত ১০:৩০ টায় শুরু হবে লঞ্চ ইভেন্ট। অ্যাপলের মার্কেটিং অধিকর্তা গ্রেগ জোসভিয়াক টুইটবার্তায় একটি ছোট ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। ভিডিয়োবার্তা অনুসারে, এআর বা ভিআর হেডসেট লঞ্চের ইঙ্গিত মিলেছে। প্রত্যেকবারের ন্যায় এ’বারের লঞ্চ ইভেন্টেও ট্যাগের চমক থাকছে। এইবারে অ্যাপল বলছে, ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’। আগের আইফোন ১২ সিরিজ লঞ্চের ট্যাগ ছিল ‘হাই, স্পিড’।

Price features of iPhone,Apple iPhone,13 Series Apple iPhone,আইফোনের দাম,তথ্য প্রযুক্তির খবর,আইফোনের খবর,আইফোন ১৩,আইফোনের লঞ্চ ইভেন্ট,মোবাইলের খবর

সূত্র মোতাবেক, নয়া আইফোন পরিবারের ক্ষুদ্রতম সদস্য হতে চলেছে আইফোন ১৩ মিনি। এই মডেলে থাকছে ৫.৪-ইঞ্চি ডিসপ্লে। আইফোন ১৩ এবং আইফোন ১৩ প্রো-তে থাকছে ৬.১-ইঞ্চি স্ক্রিন। অন্যদিকে আইফোন প্রো ম্যাক্স মডেলে থাকছে ৬.৭-ইঞ্চির বিশাল ডিসপ্লে! আপাতত এই চারটি মডেলই লঞ্চ হবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

প্ৰযুক্তি এবং ওএসের ক্ষেত্রে বড় রদবদল ঘটলেও ‘নচ’-কে ছাড়ছে না অ্যাপল। জানা যাচ্ছে, ছোট ডিসপ্লে নচ, আরও উন্নত ক্যামেরা, এ১৫ বায়োনিক চিপ ছাড়াও ১২০ হার্ৎজের প্রো-মোশন ডিসপ্লে থাকবে নতুন আইফোনে। যদিও আগ্রহীরা জানলে অখুশিই হবেন যে, অ্যাপেল ১৩ সিরিজের সামগ্রিক ডিজাইন কমবেশি ১২ সিরিজের মতোই হতে চলেছে।

Price features of iPhone,Apple iPhone,13 Series Apple iPhone,আইফোনের দাম,তথ্য প্রযুক্তির খবর,আইফোনের খবর,আইফোন ১৩,আইফোনের লঞ্চ ইভেন্ট,মোবাইলের খবর

অ্যাপল সূত্রে খবর, আকারে না বাড়লেও আগের চেয়ে মোটা হতে পারে নব আইফোন। আইফোন ১২ সিরিজের চেয়ে প্রস্থে চওড়া হতে পারে আইফোন ১৩ সিরিজ। কারণ হিসেবে নির্মাতারা বড় মাপের ব্যাটারির দিকে ইঙ্গিত করেছেন। জানা যাচ্ছে, আইফোন ১৩ সিরিজের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত রঙ হতে পারে ম্যাট ব্ল্যাক। যদিও বেশ কিছু ওয়েবসাইট আইফোন ১৩-এর রঙ হিসেবে ব্রোঞ্জ শেডের দিকেও ইঙ্গিত করেছে।




Back to top button