‘বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে’, দেব-রুক্মিণীকে দাদাগিরির মঞ্চে সরাসরি বিঁধলেন সৌরভ

প্রত্যুষা সরকার, কলকাতা: বাংলায় টেলিভিশন জগৎ-এ সিরিয়াল গুলির মতো দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। সপ্তাহের শেষ দুই দিন অর্থাৎ শনি ও রবিবার বাংলা টিভি চ্যানেল জি বাংলাতে সম্প্রচারিত হয় এই শো। সঞ্চালনায় ভূমিকায় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) থাকায় দিন দিন আরও বেড়েই চলেছে রিয়্যালিটি শোয়ের চাহিদা। দাদার অসাধারণ সঞ্চালনা, আর মজার মজার প্রশ্নের ভক্ত ছোট থেকে বড়ো সবাই।

সাধারণ মানুষ থেকে শুরু করে সিলিব্রিটি সকলকেই হাজির হন দেখা যায় এই মঞ্চে। শুধু বাংলা নয় বাংলার বাইরে থেকেও অনেক মানুষ আসেন এই মঞ্চে। জমিয়ে আড্ডা থেকে মজার খেলা সবই হয় দাদাগিরির মঞ্চে। সম্প্রতি দাদাগিরিতে দেখা গেছে টালিউডের দু’জন অত্যন্ত জনপ্রিয় সেলেব কাপল দেব ও রুক্মিণী (Dev Rukmini)। আর এখানেই খেলতে গিয়ে দাদার প্রশ্নে শেষমেশ লজ্জায় পড়তে হল দুজনকেই।

img 20220502 201324

দাদাগিরির মঞ্চে খেলার সাথে সাথে চলে মজা আড্ডা। যেখানে জানা যায় সেলিব্রিটিদের অনেক না জানা কথাও। খেলার প্রশ্ন ছাড়াও চলে অন্যান্য নানান প্রশ্ন। খেলার মাঝে প্রতিযোগীরা যেমন দাদাকে নানান প্রশ্ন করেন তেমনি দাদাও মাঝে মধ্যে এক আধটা গুগলি প্রশ্ন ছুড়ে দিয়ে থাকেন। আর সেই গুগলিতেই অনেকেই বাধ্য হয় ক্লিনবোল্ড হতে। এবার তেমনই দাদার এক গুগলিতে রীতিমত লজ্জায় পরে গেলেন দেব রুক্মিনী (Dev Rukmini)।

img 20220502 201206

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত একটি ভালবাসার ছবি ‘কিশমিশ’ (Kishmish)। গত রবিবার সেই ‘কিশমিশ’ ছবির প্রোমোশনের জন্যই দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল দেব রুক্মিণী (Dev Rukmini) থেকে শুরু করে খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু সহ কিশমিশ ছবির গোটা টিম। বিশেষ এই পর্বে হাসি মজা সাথে সাথে দেখা যায় সৌরভের সাথে দেব ও রুক্মণীর নাচ। তবে এতকিছুর সাথে খেলার বাইরে দুজনের দিকে দাদা ছুড়ে দিয়েছেন দাদা দুর্দান্ত একটা গুগলি। আর দাদার এই গুগলিতেই কুপকাত দেব।

img 20220502 202744

‘কিশমিশ’ ছবিতে একটা মুদিখানার দোকানে কাজ করতে দেখা গিয়েছে দেবকে। তাই মুদিখানার মতো চাল, ডাল সাজিয়ে সৌরভ দেবকে জিজ্ঞাসা করেন কোনটা কি আর তার দাম কত? ব্যাস! তাতেই মাথায় হাত ওঠে দেবের! এমনকি শেষমেশ বলতে বাধ্য হকেন, ‘এভাবে অপমানিত হব কে জানত!’ তবে এরপরও কিন্তু ছেড়ে দেননি সৌরভ, আর এরপর যা হল তাতে একপ্রকার ‘প্রেস্টিজ পামচার’দেব রুক্মিণীর।

এরপর মুদিখানা দোকানের মত সাজিয়ে রাখা একের পর এক বয়ানের মধ্যে কি আছে সেগুলো বলতে হয় দেবকে (Dev Rukmini)। বয়ান থেকে চাল হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেব জানান যে চালের দাম নাকি মাত্ৰ ৩৫ টাকা কেজি! এইকথা শুনে সৌরভ তো বটেই বাকিরাও চমকে জান। কারণ চালের দাম আসলে ৫৫ টাকা কেজি।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

তবে এখানেই শেষ নয়, এরপর রুক্মিণীকে দাম জিজ্ঞাসা করা কিশমিশের। কিন্তু সেটাও ভুল বলেন অভিনেত্রী (Dev Rukmini)। আর মুসুর ডালকে ‘অরেঞ্জ ডাল’ বলেই বিপাকে পরে জান রুক্মিণী। দুজনের এমনি প্রতিদিনের প্রয়োজনীয় চাল ডাল সম্পর্কে জ্ঞান দেখে হতবাক দাদা নিজেও।

আরও পড়ুন – তলানিতে TRP, শেষ হতে চলল সর্বজয়া, হার মানতে হল জাতীয় পুরস্কারজয়ী দেবশ্রী রায়কেও

অবশেষে সৌরভ গাঙ্গুলি নিজের গুগলি শেষ করে জানান, ‘এদের দিয়ে যে কি হবে বোঝাই যাচ্ছে। এর থেকে বেশি করলে বিয়ের আগেই ডিভোর্সটা হয়ে যাবে!’ দুজনের এমন কাণ্ডের ভিডিও ইতিমধ্যে শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যা দেখে একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছেন দর্শকেরা।

আরও পড়ুন – সত্যজিৎ এর একটা ছবিও পছন্দের নয়! বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে ‘গান্ডু’ পরিচালক




Leave a Reply

Back to top button