এক পুরুষের চার প্রেমিকা, ধরা পড়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা
চার প্রেমিকার একটাই প্রেমিক! এ যেন পুরো কপিল শর্মার “কিস কিসসে প্যায়ার কারু” কমেডি সিনেমার চিত্রনাট্য। তবে সিনেমা বা নাটকে “এক ফুল দো মালী”-র কাল্পনিক গল্প তো কম-বিস্তর প্রায়শই দেখা যায়। কিন্ত একেবারে বাস্তবে “চার নায়িকার এক নায়ক” আবার সেই চার নায়িকার এক নায়কের সাথে একইসঙ্গে স্ক্রিন প্রেজেন্স এটা যে কোনো শিহরিত করা ট্রাজেডি মুভির থেকে কোনও অংশেই কম না। এমনই এক ট্রাজিক সিনেমার বাস্তবায়ন ঘটে গেল মাথাভাঙার ১ নম্বর ব্লকের জোরাপাটকি গ্রাম পঞ্চায়েতের বুরকুটডাঙা গ্রামে।
সূত্র মারফত জানা যায়, মাথাভাঙার এক যুবক একইসঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন চারজন যুবতীর সাথে। সেই ঘটনাটি কোনোভাবে জানতে পেরে একই সঙ্গে চারজন প্রেমিকাই হানা দেয় ঐ যুবকের বাড়ির সামনে। একসঙ্গে চারজনকে দেখতে পেয়ে প্রায় মুর্ছা যাওয়ার মতন অবস্থা হয় ঐ যুবকের। কি করবেন বুঝতে না পেরে অবশেষে বিষপান করে আত্মহত্যারও চেষ্টা করে ঐ যুবক।
যুবকের প্রতিবেশীরা জানান, রবিবার বিকেল ৪ টের দিকে ঐ চার যুবতী একইসঙ্গে উপস্থিত হয় যুবকের বাড়ির সামনে। ঐ যুবকের সঙ্গে তাদের চারজনেরই প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবী করে তারা। এরপরই শুরু হয় প্রচন্ড অশান্তি ও গন্ডগোল। যুবকের পরিবার, আত্মীয়, প্রতিবেশী ও চার প্রেমিকার মাঝে পড়ে রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যুবক। অবশেষে পরিস্থিতি বেসামাল বুঝতে পেরে ঘর থেকে বিষ এনে তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক।
আরও পড়ুন……মোদী-শাহ পেরিয়ে রদবদলের পথে মমতার মন্ত্রীসভাও, বড় দায়িত্ব নিলেন খোদ তৃণমূল সুপ্রিমো
প্রতিবেশীদের তৎপরতায় সেই যুবককে তৎক্ষণাৎ গুরুতর অবস্থায় ভর্তি করা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বর্তমানে সেই যুবক ঐ হাসপাতালেই ভর্তি আছে এবং তার অবস্থা আগের থেকে অনেকটাই স্বাভাবিক। এই ঘটনার জেরে সেখানে এসে উপস্থিত হয় যুবকের এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত। তিনি বলেন, সেই যুবক সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যুবক আত্মহত্যা করার পর ঐ স্থান ছেড়ে চলে যান তার চার প্রেমিকাই। সূত্র মারফত জানা গেছে, ঐ চার যুবতী ভাওর থানা ও কোকসারগঞ্জ এলাকার বাসিন্দা ছিল।