এ কেমন চা! ভিডিও দেখে চক্ষু চড়কগাছ

চা মানেই ভারতীয়দের কাছে একটা বিশাল ব্যাপার। চা ভালোবাসেনা ভারতে এমন মানুষ খুব কম আছে। চা কোথায় নেই? আড্ডায় চা, গল্পে চা, মিটিং এ চা, প্রেমালাপে চা, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা তাও চাই চা। চারিদিকে চা সমাচার। আর চা প্রেমীদের কাছে তো চা মানেই হল একেবারে জান পরান। মাথা ধরা থেকে শুরু সম্পর্কের সূচনা সবেতেই থাকে এক কাপ কড়া চা। চা নিয়ে এত কথা হচ্ছে আপনারা কি জানেন চা শুধু দুধ বা লিকারেই সীমাবদ্ধ নেই। চায়ের ক্ষেত্রেও রয়েছে হরেক রকমের চা। যেমন, মালাই চা, লেবু চা, দার্জিলিং চা, মশলা চা, বিলেতি চা, মহিষ দুধের চা কত কি! ভারী আশ্চর্য ও অভিভূত হয়ে পড়ি এত চায়ের নাম শুনে। বলুন দেখি কখনও কি শুনেছেন ফলের রসের চা ( Fruit tea )। অবাক লাগছে তো শুনে! অবাক হওয়ার কিছুই নেই। এবার ফলের চা ( Fruit tea ) প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে এক চা বিক্রেতা ফলের রস মিশিয়ে বানাচ্ছেন চা ( Fruit tea )। কত রকমের ফ্লেভার মেশাচ্ছেন তাতে। ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় সরগরম।
আরও পড়ুন…………এখন ওয়েবসিরিজ মানেই নীল ছবি, নব্য চলচিত্র নিয়ে বিস্ফোরক হয়েছিলেন অভিষেক
View this post on Instagram
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন চা বিক্রেতা নানা রকম ফলের সমাহারে চা এর দোকান সাজিয়েছেন। সেই সাথে দেখা যাচ্ছে হাঁক পাড়ছেন এই বলে তার দোকানে নানা ফ্লেভারের চা ( Fruit tea ) পাওয়া যায়। ক্রেতারা যে ফলের রস পছন্দ করেন সেই ফলের রস ( Fruit tea ) দিয়েই বানিয়ে দিচ্ছেন চা। ক্রেতারাও বেশ আনন্দের সঙ্গে খুশি মনে পান করছেন এই অসাধারণ চা। এর আগে কখনও এরকম চা এর নাম শোনা যায়নি। এই প্রথম ফলের রসের তৈরি চায়ের কাহিনী সামনে এল। ক্রেতাদের মধ্যে অনেকেই জানিয়েছন এই চা খেতে সত্যিও অনবদ্য। জানা গেছে বিক্রেতার এমন উদ্যোগের পেছনে কাজ করছে অন্য কারন। সাধারণত চায়ে চিনি ব্যবহার কড়া হয়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই এই চা কাকু নতুন এই অভিনব পন্থা অবলম্বন করেছেন। যাতে চা ( Fruit tea ) প্রেমীরা নির্বিঘ্নে চা খেতে পারেন অন্যদিকে যাতে শরীরও ভালো থাকে।
আরও পড়ুন…………কালো পোশাকে আগুন ঝরালেন নিয়াসা, মনীষ মালহোত্রার শো’তে চাঁদের হাট
চা কাকুর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ২৫ লক্ষেরও বেশী ভিউ হয়েছে। অনেক শেয়ার ও লাইক পেয়েছে এই চা কাকু। সবেদা থেকে আম কোনও ফলই বাদ নেই তালিকায়। চা প্রেমীদের জন্য এটা সত্যিই বিশাল বড় সুখবর। তাই আর দেরী না করে আজই খেয়ে আসুন ফ্রুট টি। নতুন এই চা এর মজা নিতে ভুলবেন না।