আয় কমেছে বাদাম কাকুর? জনপ্রিয়তা পেতে ইউটিউবে খুলে বসেছেন গান শেখানোর পাঠশালা

একটা গানেই জীবন বদলেছে ভুবন বাদ্যকরের। একটা সাইকেলে প্যাডেল মেরে চলা জীবন এক লাফে আজ চড়ছে গাড়িতে। নিজের বাড়ি, গাড়ি সবই করেছেন “কাঁচা বাদাম”(Kancha Badam) গানের মাধ্যমেই। টাকা গরমে বদলেছে ওঠা-বসা। রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করে বেড়ানো ভুবন বাদ্যকরের আজ শুধুই নামী-দামি তারকাদের সঙ্গে ওঠা-বসা, নানা রিয়েলিটি শো(Reality Show)–তে ডাক পাওয়া। একটি গানের দৌলতেই সম্পূর্ণ বদলে গেল তাঁর জীবন।
কাঁচা বাদামকে ঘিরেই পরবর্তিকালে বের করেন একাধিক রিমেক। কাজ করেন অনেক ইউটিউবারের সঙ্গে। শুধু তাই নয়, তাঁর খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও। কিছুদিন আগেই বাংলাদেশে গিয়েছিলেন ভুবন বাদ্যকর নিজের গানের শ্যুটিং-এর কাজে। সেখানে গিয়ে ওপার বাংলা খ্যাতনামা অভিনেতা হিরো আলমের(Hero Alom) সঙ্গে গানের শ্যুটিং করেন। ইতিমধ্যে আবার নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন তিনি। প্রতিদিন নিয়মিত নাকি সেখানে ভিডিও ছাড়ছেন বলেও জানা গিয়েছে।
এবার সেই ইউটিউব(Youtube) চ্যানেলের একটি ভিডিও দেখে হতবাক নেটপাড়া। ভুবন বাদ্যকরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন ‘বাদাম কাকু’। যেখানে দেখা গিয়েছে, হারমোনিয়াম নিয়ে নিজের দর্শকদের গান শেখাতে বসেছেন তিনি। আর তাঁর ঠিক পাশেই বসে রয়েছে একটি ছোট্ট মেয়ে। দর্শকদের মতে, খুব সম্ভবত সেই মেয়ে হল ভুবন বাদ্যকরের নাতনি।
তা হলে পাশে বসে থাকা নাতনিকে কি গান শেখাচ্ছেন ‘বাদাম কাকু’? না! আসলে এত জনপ্রিয়তা লাভের পর খোদ নিজেই গান শিখতে বসেছেন ভুবন বাদ্যকর। সামনে বসে আছেন তাঁর শিক্ষক। তাঁর কাছেই গানের সুর ধরে হারমোনিয়ামের সঙ্গে গান করা শিখছেন ভুবন বাদ্যকর। এই ভাবেই প্রতি সপ্তাহে নতুন গান শেখেন ভুবনবাবু। আর সেই অনুশীলনের সময়ই ভিডিও তৈরি করে নেন ভুবন বাদ্যকর। দর্শকদের গান শোনানও চলতে থাকে, পাশাপাশি অনুশীলনটাও হয়ে যায় তাঁর।
যদিও তাঁর এই ভিডিও বেশ অনেকদিনের পুরানো। কিন্তু তা আবার একবার নতুন করে ভাইরাল হতে দেখা যাচ্ছে নেটপাড়ায়। ভুবনবাবুর এই নয়া উদ্দ্যোগকে অনেকেই সমর্থন জানিয়েছেন। অনুরোধ পড়েছে তাঁর কাছে গান শোনানোর। আগামীতে আরও গান আনবেন বলে জানিয়েছেন ‘বাদাম কাকু’। প্রসঙ্গত, কিছুদিন আগেই গায়ক কেশবের সঙ্গে নতুন গান প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে নেটপাড়ায় আবার জনপ্রিয়তা পেয়েছে ভুবনবাবুর সেই গান।