‛গান গাইছেন নাকি চিৎকার করছেন?’ সারেগামাপা’র মঞ্চে জোজোর বেসুরো গলায় কানে হাত দর্শকদের

অহেলিকা দও, কলকাতা : টলিউড জগতের বিখ্যাত সংগীত শিল্পী জোজো ( Jojo )। গানই তার একমাত্র পরিচয়। কিছুদিন আগে তিনি নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন। রিশপকে গোর্খাল্যান্ড লিখে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন তিনি। ফের কটাক্ষের মুখে জোজো। গানের কারণেই চরম ট্রোলড্ হলেন তিনি। জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা’র মঞ্চে এসেছিলেন জোজো ( Viral Video )। নতুন বছরের ‘সারেগামাপা’ এর সম্প্রচার সবে শুরু হয়েছে। এর মধ্যেই ট্রোলড্ শুরু ( Viral Video )।

jojo

এই সিজনে গানের এই প্রতিযোগিতায় গুরুর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী থেকে শুরু করে রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য এবং রফিক ভট্টাচার্যের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা। এদিন মঞ্চে সঙ্গত করতে উঠেছিলেন জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায়। তিনি বনগাঁর প্রতিযোগী ঐশ্বর্যর সঙ্গেই গলা মিলিয়ে ছিলেন জোজো ( Viral Video )।

জোজোর গান একদম ভালো লাগেনি শ্রোতাদের। তাই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল ( Viral Video )। দর্শকদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন গায়িকা মোটেই সুরে গান গাইতে ব্যর্থ। বলা বাহুল্য এটা সত্যিই অবাক করার মতো বিষয়। কেউ লিখলেন গুরু নিজেই বেসুরো। আবার কেউ অনুরোধ করলেন আগে জোজোকে সুরে গাইতে বলুন। আবার একজন লিখলেন আজ পর্যন্ত তিনি জোজোকে একটিও গান সঠিক সুরে গাইতে শোনেননি।




Leave a Reply

Back to top button