পিছনে দাঁড়িয়ে স্বয়ং রবি ঠাকুর! এদিকে হারমোনিয়ামে রবীন্দ্র সংগীত গাইলেন মদন, ভিডিও ভাইরাল

মন্টি শীল, কলকাতা : ইনি পেশায় একজন পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির বিশিষ্ট জনপ্রতিনিধি তথা রাজনীতিবিদ। সাধারণ মানুষের কাছে ইনি পরিচিত একজন কাছের মানুষ, কাজের মানুষ হিসেবে। কিন্তু সম্প্রতি বাংলা এই জনপ্রিয় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল সেনসেশন হিসেবে জনসমক্ষে নিজের পরিচয় গড়ে তুলছে। তিনি নেটপাড়ায় ভাইরাল হয়েছিলেন তার গান তার সৃষ্টির জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, বাংলার এই বিশিষ্ট রাজনীতিবিদের নাম হল মদন মিত্র।
মদন মিত্র বর্তমানে উত্তর কলকাতার কামাড়হাটি বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা বিধায়ক। বিধায়ক হিসেবে মদন মিত্র সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সামলেছেন। এমনকি সামলেছেন মন্ত্রীত্বের মতোন গুরুত্বপূর্ণ পদও। ২০১১ সালে তার দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস ক্ষমতায় আসার পর সামলেছেন পরিবহন দফতর। মদন মিত্র সাধারণত দক্ষিণ কলকাতার ভবানিপুর এর বাসিন্দা হলেও জনসমক্ষে তার পরিচিতি কামাড়হাঁটির ছেলে হিসেব। এতটাই তার জনপ্রিয়তা।
আরও পড়ুন ….বাংলা ধারাবাহিক থেকে সোজা বড়ো পর্দা! বাংলা টিভি সিরিয়াল থেকে এখন টলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রীরা
আরও পড়ুন ….ঝগরুটে মেজাজি ঋদ্ধির হাত পা বেঁধে জব্দ খড়ির! সম্পর্কের রসায়নে মন মজেছে দর্শকদের
তবে পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির এই জনপ্রিয় নেতা শুধুমাত্র জনমানসেই জনপ্রিয় নন। তার বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই জনপ্রিয়তার একমাত্র কারণ হল তার কন্ঠের গান। বিগত কিছু দিন আগের কথা, দূর্গা পুজোর প্রাক্কালে মদন মিত্র রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তার গানের অ্যালবাম দিয়ে। সোশ্যাল মিডিয়ার বেশ ভাইরাল হয়েছিল সেই গান। তবে প্রসংশার সঙ্গে সঙ্গে নেটিজেনদের কটূক্তির শিকারও হতে হয়েছিল এই জনপ্রতিনিধিকে। যদিও সেই সমস্ত বিতর্কিত মন্তব্যে কান না দিয়ে এই নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।
আরও পড়ুন ….স্যান্ডির সাথে কোমর বেঁধে ঝগড়া! মাথা গরমে মেস বাড়ির ছাড়ে শ্রীতমা
তবে এই সব কাটতে না কাটতেই ফের একবার ভাইরাল সেনসেশনের তালিকায় জায়গা করে নিল কামাড়হাটির এই জনপ্রতিনিধি। সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেছিলেন মদন মিত্র। সেখানে দেখা যাচ্ছে, রীতিমতো হারমোনিয়াম বাজিয়ে কবিগুরুর ‘পুরানো সেই দিনের কথা’- গানে মজে রয়েছেন তিনি। তার এই ভিডিও প্রকাশ্যে আসার পর মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূল নেতার গানের প্রসংশা করেছেন অনেকেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে নেটিজেনদের কটূক্তিতেও ভরে গিয়েছে কমেন্ট বক্স। তবে অনেকেরই মতে, বিধায়ককে এই উদ্যোগে কবিগুরুর জন্ম দিবসে বাংলার সংস্কৃতি ও রাজনীতি ফের একবার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, তা আর বলতে বাকি থাকে না।