ত্রিশলার রূপে ও গুণে মুগ্ধ দর্শকেরা,কে এই গায়িকা?
এশিয়া কাপের ম্যাচে তিনি এসেছিলেন সাদা ব্লাউজ দিয়ে সাদা শাড়ি পড়ে। কানে ছিল ম্যাচ করা মুক্তোর দুল। লাল রঙের চুড়ি ছিল হাতে। তার এই অপূর্ব সুন্দর সাজে মেতে ছিলেন সকলেই। কিন্তু অনেকেই চেনেন না এই নেপালি গায়িকাকে। তাহলে এখন চিনে নেওয়া যাক কে তিনি।

শুভঙ্কর, নয়া দিল্লি: ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান। ৩০শে আগস্ট থেকে শুরু হয়েছে ১৬তম এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের মুখোমুখি হয় নেপাল । এবারে এশিয়া কাপে অংশগ্রহণ করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে নেপালের ক্রিকেট দল। এবার সেখানে গান গেয়ে সকলের মন জয় করলেন নেপালি গায়িকা ত্রিশলা গুরুং। তিনি শুধু গানের জন্যই নন, তার রূপের জন্যও বেশ চর্চায় থাকেন। এশিয়া কাপের ম্যাচে তিনি এসেছিলেন সাদা ব্লাউজ দিয়ে সাদা শাড়ি পড়ে। কানে ছিল ম্যাচ করা মুক্তোর দুল। লাল রঙের চুড়ি ছিল হাতে। তার এই অপূর্ব সুন্দর সাজে মেতে ছিলেন সকলেই। কিন্তু অনেকেই চেনেন না এই নেপালি গায়িকাকে। তাহলে এখন চিনে নেওয়া যাক কে তিনি।
ত্রিশলা গুরুং একজন জনপ্রিয় নেপালি গায়িকা। সেখানে তার অসংখ্য ভক্ত রয়েছে। তবে তার একটাই পরিচয় নয়। তিনি গীতিকার এবং কম্পোজারও বটে। এছাড়াও তার আরো একটা পরিচয় আছে। তিনি মানুষের সেবাও করেন অর্থাৎ তিনি চিকিৎসক । মডেলিং জগতেও তার বেশ খ্যাতি আছে। তবে এতকিছু কাজ যিনি করছেন তার বয়স মাত্র ২৮ বছর। তিনি পড়াশোনা করেছেন নেপাল মেডিকেল কলেজ থেকে। তিনি খ্যাতি অর্জন করেছেন মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেখানে তিনি গানওয়ার ভিডিও ছেড়ে খ্যাতি লাভ করেছেন। তবে তিনি গায়িকা হিসেবে খ্যাতি পান চার বছর আগে। ইয়ো মন গানটির মাধ্যমে। বর্তমানে তার একটা ইউটিউব চ্যানেলও আছে। যেখানে তার সাবস্ক্রাইবার ১৯৫ হাজার।
তার এই অসাধারণ রূপ দেখে অনেকেই তার প্রেমে পড়েছেন। তবে তিনি বিবাহিতা। কালকের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। অনেকেই তার ছবি শেয়ার করে লেখেন, ‘ আজকে নেপালের সাপোর্টেই বেশি সমর্থক থাকবে। তার কারণ সবাই বুঝতেই পারছে।’ অন্য আরেক ব্যক্তি লেখেন, “ আজকে পুরোপুরি নেপালকে সাপোর্ট করব। আজকের এই ম্যাচে তোমাকে দেখতে পেয়ে খুব খুশি হলাম।”