ফের ভালোবাসার জয়, অরিন্দমের দৃঢ় বিশ্বাস রোহিনী রাক্ষসীর থেকে মুক্ত করল নোলককে

বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ধারাবাহিক ( TV Serial ) গুলিই হয়ে উঠেছে মানব জীবনের অঙ্গ। সারাদিনের কাজ কর্মের থেকে অবসর পেয়ে দিনের বাকি সময়টুকু মানুষ এসব বিনোদনমূলক ধারাবাহিক দেখে কাটাতেই বেশি পছন্দ করে। প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়া যেন তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে দাপিয়ে বেড়েছে সিরিয়াল প্রেমীদের সংখ্যা। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই সময় বিভিন্ন বিনোদনমূলক ধারাবাহিকের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। আর সিরিয়াল প্রেমীদের সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে সিরিয়ালের পরিমাণও।

বর্তমানে লাফিয়ে বেড়েছে সিরিয়াল প্রেমীদের সংখ্যা। আর তাদের চাহিদাকে গুরুত্ব দিতেই তৎপর হয়ে উঠেছে টিভি চ্যানেলগুলি। দর্শকদের চাহিদা অনুযায়ী একের পর এক বাজারে হাজির হচ্ছে নতুন নতুন ধারাবাহিক। আর সেসব ধারাবাহিকগুলিও টেক্কা দিচ্ছে একে অপরকে। সকলেই চেষ্টা করছে সপ্তাহ শেষে টিআরপির লড়াইয়ে এগিয়ে থাকার। আর এই টিআরপির লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা নিয়ে স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিক গুলির মধ্যে সর্বদাই চলছে বিশাল টক্কর।

 

ইতিমধ্যেই স্টার জলসা এবং জি বাংলায় শুরু হয়েছে বহু নতুন ধারাবাহিক। তবে এসবের মধ্যেও অল্প দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ ( Godhuli Alap ) । ধারাবাহিক শুরুর পূর্ব থেকেই প্রায় বেশিরভাগ দর্শকের কাছেই আকর্ষণীয় লেগেছিল এই ধারাবাহিকের গল্পটি।যেখানে পরিস্থিতির চাপে পড়ে পেশায় বহুরূপী একটি গ্রামের মেয়ে নোলককে বিয়ে করে নিয়েছিলেন অ্যাডভোকেট অরিন্দম রায়। মূলত অসমবয়সী প্রেম নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিকটি।

img 20220507 213523

তবে ধারাবাহিকে শুরুতেই দেখা যায় নোলকের মত গ্রামের একটি মেয়েকে বিয়ে করে রীতিমতো বিপদে পড়েন অ্যাডভোকেট অরিন্দম। কেননা শহুরে কোন আদব কায়দাই যে বোঝেনা নোলক। আর তাছাড়াও বয়সের বিশাল ফারাক থাকায় নোলকের শ্বশুরবাড়ির লোকেরাও তাকে মেনে নিতে পারে না। এছাড়াও নোলকের উকিলদিদি রোহিণীর জন্য পদে পদে কথা শুনতে হয় নোলককে। এ যেন নোলককে শান্তিতে থাকতে না দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে রোহিণী।

 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: প্রাক্তন জ্বলাতেই কি সাত পাকে? রালিয়ার বিয়ের পরই রোম্যান্সে মত্ত ভিকি-ক্যাট

প্রসঙ্গত সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে মামলা চলাকালীন নোলকের আনা ফাইল থেকে বেরিয়ে পড়েছে টাকার বান্ডিল। ফলে আদালতেই নোলককে গ্রেফতার করা হলেও অরিন্দমের বিশ্বাস ছিল যে নোলক এমন করতে পারেনা। আর এরপরই ধারাবাহিকের নতুন প্রোমোতে নোলককে সরাসরি রোহিণীকে বলতে দেখা যায় ‘উকিলদিদি সেদিন তুই ফাইলে টাকা রেখেছিলি’ ( Nolok unveil rohini’s truth in the new promo ) এরপর এক ব্যক্তি কে নিয়ে রোহিণীর সামনে দাঁড় করায় অরিন্দম। সে স্বীকার করে নেয় রোহিণীই তাকে টাকা দিয়েছিল নোলককে ফাঁসানোর জন্য। আর এই প্রোমো দেখেই উৎসাহিত হন এই ধারাবাহিকের ভক্তরা।

আরও পড়ুন: মাতৃত্বের স্বাদে শয়তানি ছেড়ে সুপথে ‛জলনুপূর’ খ্যাত স্নেহা, আবার নতুন রূপে পর্দায় অভিনেত্রী




Leave a Reply

Back to top button