এক ছবিতেই ৩ কোটি, কৌতুক অভিনেতা ব্রক্ষ্মানন্দমের ‘সোনার সংসারের’ কথা জানলে চোখ কপালে উঠবে আপনারও

মন্টি শীল, কলকাতা : সিনেমার দুনিয়াতে হিরো এবং ভিলেনের সঙ্গে সঙ্গে এক বড়সড় ভূমিকা পালন করেন একজন কৌতুক শিল্পী বা কমেডিয়ান। দর্শকদের মনোরঞ্জনের জন্য একটি সিনেমাতে দুর্দান্ত রোম্যান্স এবং অ্যাকশন সিকোয়েন্স এর সঙ্গে সঙ্গে হাস্যরসের উপস্থিতি সবথেকে গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ জায়গাটাকে পূরণ করে এই কৌতুক শিল্পীরা। বর্তমানে বিনোদন জগত বা ফিল্ম ইন্ডাস্ট্রির দুনিয়ায় এইরকম অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যারা তাদের অসামান্য অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন।

এই কমেডি বা কৌতুক এর দুনিয়ায় এক অন্যতম জনপ্রিয় নাম হল অভিনেতা ব্রক্ষ্মানন্দম। যেখানে সারা পৃথিবীব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করছেন দক্ষিণী সিনেমাগুলি। ঠিক তার অপর দিকে তার অসাধারণ অভিনয় এবং কমিক টাইমিং দিয়ে দর্শকদের মন জয় করছেন দক্ষিণের এই অভিনেতা। ব্রক্ষ্মানন্দম তার এই বিশেষ কুশলতার জন্য দর্শক মহলে বেশ জনপ্রিয়। দক্ষিণী সিনেমার একাধিক সিনেমাতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। দর্শকদের মতে, এই অভিনেতা দক্ষিণী সিনেমার পর্দায় থাকা মানেই সিনেমাতে বাড়তি কৌতুক এবং হাস্যরসের জোগান দেওয়া।

9c52

আরও পড়ুন ….সত্যজিত রায়ের থেকে অভিনয় শিখছেন ছোট্ট সোহম, বিরল ভিডিও শেয়ার করলেন অভিনেতা, রইল ভিডিও
আরও পড়ুন ….একি হাল সারা আলী খানের! রাস্তায় ছেলে ধরে সেলফি তুলে টাকা চাইছেন অভিনেত্রী, দেখুন ভিডিও

দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় কৌতুক শিল্পী ‘মোদ্দাবাই’ নামক এক নাটকের মধ্যে দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। দক্ষিণী চলচ্চিত্রের একের পর এক হিট সিনেমাতে কৌতুক শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে এই অভিনেতাকে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতা ব্রক্ষ্মানন্দম অভিনয়ের জগতে আসার আগে এক বেসরকারি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। যদিও অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর ব্রক্ষ্মানন্দম বর্তমানে প্রচুর নাম, যশ, ক্ষ্যাতি অর্জন করেছেন।

9c53

আরও পড়ুন ….কমলা অন্তর্বাসে লাস্যময়ী নুসরত! ছবি দেখে বসিরহাটের কলঙ্ক বলে কটাক্ষ নেটিজেনদের

জানা গিয়েছে, দক্ষিনের অভিনেতা ব্রক্ষ্মানন্দম এই মুহূর্তে প্রায় ৩৬৭ কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি একটি ছবিতে অভিনয় করার জন্য প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নেন। এছাড়াও, সিনেমাতে অভিনয় এর পাশাপাশি একাধিক কম্পানির বিজ্ঞাপনেও দেখা যায় এই অভিনেতাকে। গত ২০১৫ সালে এই দক্ষিণী অভিনেতা এক বিশ্ব রেকর্ড করেছিলেন, যা প্রকাশ্যে আসার পর রীতিমতো সোরগোল পড়ে গিয়েছিল প্রায় সব মহলে। কিন্তু সেটা কি? জানা গিয়েছে, একটি বছরে এই অভিনেতা ১১০০ এর বেশি সিনেমাতে অভিনয় করে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। এই মুহূর্তে এই অভিনেতার মুম্বাই শহরে একাধিক বিলাসবহুল বাংলো এবং গাড়ি রয়েছে। অভিনেতা ব্রক্ষ্মানন্দম এর অসাধারণ অভিনয় এবং প্রতিভার কারণে সর্বদা দর্শকদের মনে সর্বদা জনপ্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।




Leave a Reply

Back to top button