বাদাম কাকুর জনপ্রিয়তাকে ভাতে মাড়তে এবার মাঠে নামলেন রানু দি! গান ধরলেন লঙ্কা হাতে

অহেলিকা দও, কলকাতা : স্টেশনে বসে দিন কাটানো রানু মন্ডল ( Ranu Mandal ) হঠাৎই গায়িকা হিসেবে ভাইরাল হয়ে গেল স্যোশাল মিডিয়ায় ( social media )। হামেশাই তাঁর মুখ দেখা যায় স্যোশাল মিডিয়ায়। রানাঘাটের স্টেশন থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। এরপর ব্যাপক খ্যাতি পেয়েও আবারো পুরোনো জীবনে ফিরেছেন রানু মন্ডল ( Ranu Mandal )। সম্প্রতি রানু মন্ডলের জনপ্রিয়তাকে চাপিয়ে দিয়েছেন ভুবন বাধ্যকরের ‘কাঁচা বাদাম’ ( Kacha Badam ) গান। তাই এবার বাদাম কাকুকে টেক্কা দিয়ে নতুন গান নিয়ে হাজির রানাঘাটের রানু দি।
রানু মন্ডলকে ( Ranu Mandal ) নিয়ে কিছু না কিছু স্যোশাল মিডিয়ায় চলতেই থাকে। একাধিক ইউটিউবাররা রানুদির কাছে গিয়ে তাঁর সাক্ষাৎকার নেন। কখনো গান শুনিয়ে, যে কোনরকম মন্তব্য করে, কখনো পচা বিরিয়ানি খাইয়েছে ইউটিউবার এমন অভিযোগের কারণে বহুবার স্যোশাল মিডিয়ায় উঠে এসেছেন তিনি। আর এবার রানু মন্ডলের গলায় শোনা গেল নতুন গান।
-
Ranu Mandal বিগত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া ‘কাঁচা বাদাম’ গানের জেরে ভাইরাল হয়েছেন রানু দি ( Ranu Mandal )। নিজের হারানো জনপ্রিয়তাকে ফিরে পেতে টলিউডের বুম্বাদার জনপ্রিয় ‘ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে’ গানটি গাইলেন তিনি। তবে শুধুই গান নয়, হাতে রয়েছে কাঁচা লঙ্কা, গানের সাথে থিম বজায় রেখে সুরেলা গলায় আবারও স্যোশাল মিডিয়ায় উঠে এসেছেন রানু দি।
ইতিমধ্যেই রানু দির গলায় ‘ঝাল লেগেছে’ ( Jhal legeche ) গান ঝড়ের মতো ভাইরাল হতে শুরু করেছে। ভিডিও দেখে অনেকেই গানের প্রশংসা করেছে। তবে ভিডিওটি কিন্তু আসলে বেশ পুরোনো, তাই অনেকেই ট্রোল করেছেন তাকে। তবে আদেও কি এতে নিজের জনপ্রিয়তাকে ফিরে পাবে রানু দি।
আরও পড়ুন…The Kapil Sharma Show ছাড়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বঙ্গসন্তান সুমনার , জেনে নিন কারন
এদিকে ইতিমধ্যেই রানু মন্ডলের ( Ranu Mandal ) বায়োপিক ‘রানু মারিয়া’ ( Ranu Maria ) এর কাজ চলছে। ছবির জন্য ইতিমধ্যেই গানের রেকর্ডিং করেছেন গায়িকা নিজেই। বিখ্যাত গায়ক সিধু তাকে রেকর্ডিংয়ের জন্য সাহায্য করেছেন। এছাড়াও সূত্রের খবর অনুযায়ী বাবুল সুপ্রিয় গান না গাওয়ার জন্য কুমার শানুই গান গাইবেন ছবির জন্য। এখন নেটিজেনদের অপেক্ষা এই ছবি রিলিজের জন্য।
Follow us on