Controversy Round Up 2021- বয়কট থেকে সমালোচনায় ভর্তি গোটা বছর , রইল ২০২১’র সেরা ৫ বিতর্কগুলি

সপ্তাহ দুয়েক পরেই শেষ হতে চলেছে ২০২১ সাল। ভারতবর্ষের অন্যতম একটি বিতর্কিত সালগুলির (Controversial Year) মধ্যে এটিও একটি। ২০২১ সালকে ‘বিতর্কিত সাল’ বলে তকমা দিলে কখনওই ভুল বলা হবে না। শুরুর থেকেই একের পর এক ‘বয়কট’ (Boycott) বা ‘সমালোচনা'(Criticism)-এর সাক্ষী ছিল ২০২১। কখনও বা ভারতীয় কোনো বিজ্ঞাপনের (Advertisement) প্রচারের মাধ্যমে ‘হিন্দুত্ববাদের অপমান’ করা হয়েছে বলে দাবী, কখনও আবার ভারতীয় কোনো অভিনেতা-অভিনেত্রীর ‘আপত্তিকর মন্তব্য’-এর কারণে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ এই ধরনের বিতর্কিত ঘটনা ঘটেছে পুরো ২০২১ সাল জুড়েই।

২০২১-এ ঘটা একাধিক বিতর্কগুলির মধ্যে কয়েকটি হল :

১) ‘তান্ডব’ ওয়েবসিরিজ (‘Tandav’ Webseries)

২০২১ এর সেরা বিতর্কের খবর,তান্ডব ওয়েবসিরিজ বিতর্কের খবর,'মিন্ত্রা' লোগো বিতর্কিত খবর,কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যানের খবর,বিতর্কিত বিজ্ঞাপনের খবর,News of the best controversy of 2021,news of Tandob webseries controversy,controversial news of 'Myntra' logo,news of banning of Kangana Ranaut's Twitter account,news of controversial advertisement

ওটিটি প্লার্টফর্ম অ্যামাজন প্রাইমে ১৫ জানুয়ারী ‘তাণ্ডব’(Tandav) ওয়েব সিরিজটি মুক্তিও পাওয়ার সাথে সাথেই টুইটারে শুরু হয়েছে ‘বয়কট তাণ্ডব’ ট্রেন্ড। এই ওয়েব সিরিজে হিন্দু ধর্মীয় দেবতা শিবকে অপমান করা হয়েছে ও হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তোলেন এক বিজেপি নেতা। ‘তান্ডব’ ওয়েবসিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। যাহ্রাও এই সিনেমায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিসান আয়ূব, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র।

২) ‘মিন্ত্রা’ লোগো (‘Myntra’ Logo)

২০২১ এর সেরা বিতর্কের খবর,তান্ডব ওয়েবসিরিজ বিতর্কের খবর,'মিন্ত্রা' লোগো বিতর্কিত খবর,কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যানের খবর,বিতর্কিত বিজ্ঞাপনের খবর,News of the best controversy of 2021,news of Tandob webseries controversy,controversial news of 'Myntra' logo,news of banning of Kangana Ranaut's Twitter account,news of controversial advertisement

গত বছরের ডিসেম্বর মাসে ‘মিন্ত্রা'(Myntra)-র বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের সমাজকর্মী নাজ প্যাটেল।  নাজের অভিযোগ, এই ই-কমার্স সংস্থার লোগোতে উপবৃত্তাকার আকৃতির গ্রাফিক্সের মাধ্যমে পিংক এবং অরেঞ্জের বিভিন্ন শেডের মাধ্যমে ‘এম'(M) তৈরি করা হয়েছে। কিন্তু ‘এম’ (M) অক্ষরের আকার এবং রঙের ব্যবহার- এই দুইয়ে মিলে লোগোটিতে যা ফুটে উঠেছে তা মহিলাদের প্রতি অবমাননাকর। তাই ই-কমার্স সংস্থার লোগো পরিবর্তনের পাশাপাশি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

৩) কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ‘ব্যান’ (Twitter Account Ban)

২০২১ এর সেরা বিতর্কের খবর,তান্ডব ওয়েবসিরিজ বিতর্কের খবর,'মিন্ত্রা' লোগো বিতর্কিত খবর,কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যানের খবর,বিতর্কিত বিজ্ঞাপনের খবর,News of the best controversy of 2021,news of Tandob webseries controversy,controversial news of 'Myntra' logo,news of banning of Kangana Ranaut's Twitter account,news of controversial advertisement

টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করার কারণে বন্ধ করা হয় কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট। বিধানসভা নির্বাচনে বিজেপি-র হারের পর একাধিক ট্যুইট করেন অভিনেত্রী এবং প্রত্যেকটি ট্যুইটই তাঁর পছন্দের দলকে সমর্থন করেই লেখা। যে কোনো বিষয়েই নিজের মতামত ট্যুইটারে তুলে ধরেন অভিনেত্রী। তবে তার অধিকাংশ ট্যুইটই হত আপত্তিজনক। এইজন্য নেটিজেনদের তরফ থেকে তিনি পেয়েছেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ তকমা। তাই তাঁর ট্যুইট করা রুখতেই বন্ধ করা হয়েছিল অভিনেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট।

৪) আলিয়া ভাটের ‘কন্যাদান’ (‘Kanyadaan’)-এর বিরুদ্ধে করা বিজ্ঞাপন (Advertisement)

২০২১ এর সেরা বিতর্কের খবর,তান্ডব ওয়েবসিরিজ বিতর্কের খবর,'মিন্ত্রা' লোগো বিতর্কিত খবর,কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যানের খবর,বিতর্কিত বিজ্ঞাপনের খবর,News of the best controversy of 2021,news of Tandob webseries controversy,controversial news of 'Myntra' logo,news of banning of Kangana Ranaut's Twitter account,news of controversial advertisement

চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিবাহের পোশাকের একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে সমাজের প্রচলিত চিরাচরিত বিবাহের ‘কন্যাদান’ রীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘কন্যা কি কোনো দান করার বস্তু?’ সরাসরি সমাজের চিরাচরিত রীতি-নিয়মকে প্রশ্ন করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রশংসিতও হয়েছে এই বিজ্ঞাপনটি।

৫) সব্যসাচীর ‘মঙ্গলসূত্র’ বিজ্ঞাপন (‘Mangalsutra’ Advertisement)

২০২১ এর সেরা বিতর্কের খবর,তান্ডব ওয়েবসিরিজ বিতর্কের খবর,'মিন্ত্রা' লোগো বিতর্কিত খবর,কঙ্গনা রানাওয়াতের ট্যুইটার অ্যাকাউন্ট ব্যানের খবর,বিতর্কিত বিজ্ঞাপনের খবর,News of the best controversy of 2021,news of Tandob webseries controversy,controversial news of 'Myntra' logo,news of banning of Kangana Ranaut's Twitter account,news of controversial advertisement

বলিউডের বিখ্যাত ডিজাইনার সব্যসাচী বেশ কিছুদিন আগে একটি ‘মঙ্গলসূত্র ‘ এর কালেকশন লঞ্চ করেছিলেন। কিন্ত মডেলের পোশাক বা ছবির বিষয়বস্ত হিন্দু রীতি-নিয়ম ও ভাবাবেগকে আঘাত করে বলে অভিযোগ তোলে নেটিজেনদের একাংশ। মধ্যপ্রদেশের এক মন্ত্রী সব্যসাচীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বলার পর এই বিজ্ঞাপন সরিয়ে নেন ডিজাইনার সব্যসাচী।




Back to top button