এ লড়কা হায় ইয়ে আল্লা ক্যায়সা হ্যাঁয় দিওয়ানা! রূপঙ্করের চোখে চেয়ে রোমান্টিক গান রানু মন্ডলের

অহেলিকা দও, কলকাতা : গানের শিল্পীদের মধ্যে ভাইরাল দুই শিল্পী নেট দুনিয়ায় মাঝে মধ্যেই হন কটাক্ষের শিকার। তারা আর কেউ নন স্বয়ং রানু মণ্ডল, ভুবন বাদ্যকর। গানের জন্য মাঝে মধ্যেই লাইমলাইটে থাকেন তারা এবং এখনও তাদের নাম ভাইরাল লিস্টে। তবে এখানে নতুন সংযোজন রূপঙ্কর বাগচী ( Rupankar Bagchi )।
রূপঙ্কর বাগচী ( Rupankar Bagchi ) দীর্ঘদিন ধরেই গান গাইছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবুও সাম্প্রতিক সময়ে নতুন করে ভাইরাল তিনি। কেকে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন রূপঙ্কর। আর বাকিটা ঘটিয়েছে সমাপতন। সব মিলিয়ে কেকের মৃত্যুর পর থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছেন রূপঙ্কর। একের পর এক কটাক্ষ মন্তব্য তার বিরুদ্ধে এসেই চলেছে।
কেউ ভাইরাল হওয়া মানে তাঁর অতীতের কাণ্ডকারখানা টেনে বের করেন নেটিজেনরা। তেমনি রূপঙ্করেরও ( Rupankar Bagchi ) কিছু পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোনোটায় পোষ্যর সঙ্গে বসে অদ্ভূত অদ্ভূত কথা বলতে শোনা যাচ্ছে গায়ককে। আবার দেখা যাচ্ছে তাকে মাচার প্রোগ্রামে মিয়ো মোরে গান গাইতে। আবার একটিতে আবার তাঁর সঙ্গে রানু মণ্ডলকেও দেখা গিয়েছে। আবার মিমও শেয়ার করছেন নেটিজেনরা। সবাই ক্ষীপ্ত তার কার্যকলাপে।
আসলে একটি অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে গান করেছিলেন রূপঙ্কর ( Rupankar Bagchi ) ও রানু ( Ranu Mondal )। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ইয়ে লড়কা হায় আল্লা ক্যায়সা হ্যায় দিওয়ানা’ গানটি ধরেছেন রানু। পাশে বসে গিটারে সঙ্গত দিতে দিতে গেয়ে ওঠেন রূপঙ্করও। হঠাৎ করেই রানু মন্ডল বলে ওঠেন, রূপঙ্করকে নাকি একদম নাসিরুদ্দিন শাহের মতো। ভিডিও দেখে নেটনাগরিকদের বক্তব্য, পাগল ঠিক পাগলি খুঁজে নেয়।
প্রসঙ্গত, কেকে রূপঙ্কর ( Rupankar Bagchi ) বিতর্কে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে শিল্পী মহল। কেউ সমালোচনা করছেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর। আবার কেউ তাঁর পাশে দাঁড়িয়ে সুর চড়াচ্ছেন। তবে রূপঙ্করের দাবি, তিনি কেকে কে অশ্রদ্ধা করতে চাননি। কেকে অনেক বড় মাপের শিল্পী। তাঁর প্রয়াণে তিনিও শোকতপ্ত। তিনি বাংলা গানের হয়ে বলেছিলেন। সকলে তার কথার ভুল অর্থ ভেবে তাকে অযথা কটাক্ষ করছেন।