দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত বিজয়-সামান্থা, খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বিনোদন জগতের দুই অন্যতম প্রতিষ্ঠান বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। আর তা হল জনপ্রিয়তার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে একাধিক তারকারা। তবে এই জনপ্রিয়তার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হল দুই দক্ষিণী তারকা। জানা গিয়েছে, খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে আসন্ন জনপ্রিয় সিনেমা ‘কুশি’ (Kushi)। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha ruth Prabhu) এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)।
সিনেমাটির এক বিশেষ স্টান্ট দৃশ্য শ্যুট করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এই দুই দক্ষিণী তারকা। শ্যুটিং চলাকালীন গাড়ি সমেত নদীতে পড়ে যান এই দুই তারকা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাদের নিকটবর্তী হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের শ্যুটিং চলছে এই দুই দক্ষিণী তারকার আসন্ন সিনেমার। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই আসন্ন সিনেমার প্রথম বিভাগ। জানা গিয়েছে, এই দক্ষিণী সিনেমা অর্থাৎ কুশি সামান্থা-বিজয় জুটির দ্বিতীয় ছবি।
আরও পড়ুন ….কোটিপতির মতো চালচলন! ভুয়ো কল সেন্টার থেকে লোক ঠকিয়েই এত টাকা সাগ্নিকের
আরও পড়ুন ….কিরণ প্রেমিকার গোপন ছবি ফাঁসের হুমকি সিনেবাপের! নারী সম্মানে টানাপোড়েনে তোলপাড় নেটপাড়া
দুর্ঘটনার সময় এই সিনেমার শ্যুটিং হচ্ছিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে। জানা গিয়েছে, ছবির বিশেষ স্টান্ট দৃশ্যের শ্যুটিংয়ের সময় একটি গাড়ি বিশেষ দড়ির সহায়তায় প্রবহমান লিডার নদীর তীরে বাধা অবস্থায় ছিল। সিনেমার এই কঠিন দৃশ্যটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছিল। কিন্তু আর শেষ রক্ষা হল না এই দুই দক্ষিণী তারকাদের। এক্কেবারে দড়ি ছিড়ে গাড়ি সমেত নদীর জলে দুই তারকা। জানা গিয়েছে, দুর্ঘটনার পর আপাতত সুস্থ এবং সাবলীল রয়েছেন এই দুই তারকা। দুজনেরই সাময়িক ক্ষত দেখা গিয়েছে।
আরও পড়ুন ….দাদাগিরি ফিনালেতে ফের নতুন চমক! সৌরভ-ডোনার সঙ্গে মঞ্চ কাঁপাবে মিঠাইও
যার ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে। তারকাদের শুশ্রূষার জন্য ইতিমধ্যেই ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট এর ব্যবস্থা করা হয়েছে সিনেমা নির্মান সংস্থার তরফে। তবে দুর্ঘটনা খবর পাওয়া মাত্র সোশ্যাল মিডিয়াতে দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছেন দুই তারকার অনুরাগী মহল। দক্ষিণী লেখক ও পরিচালক শিব নির্বান এই সিনেমা অর্থাৎ ‘কুশি’-র পরিচালনা করছেন। জানা গিয়েছে, আগামী ২৩ শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। যা নিয়ে রীতিমতো উচ্ছাসে মজে ছিল আপামোর দর্শক মহল। কিন্তু এরই মাঝে এমন দুর্ঘটনা বেদনা হত করেছে সিনেমা প্রেমিদের।