নাইটি পরে লিপ কিসে মত্ত স্যান্ডি, ভাইরাল হতেই নেটমাধ্যমে নতুন জল্পনা

অহেলিকা দও, কলকাতা : কাদা কাদা কন্ঠে প্রচলিত বাঙালী ইউটিউবার ( Bengali YouTuber) স্যান্ডি সাহা ( Sandy Saha) স্যোশাল মিডিয়ায় ( social media) এক আইকন ( icon)। ইউটিউব দ্বারা খ্যাত এই স্যান্ডি সাহা টলিউডেও ( Tollywood) নাম কেড়েছে। বাঙালি ইউটিউবারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আইকন তিনি। তবে এই জনপ্রিয় খানেক নেগেটিভ পাবলিসিটি ( negative publicity) হিসেবে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতি ইউটিউবার স্যান্ডি সাহা ( Sandy Saha) স্যোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে।

বিভিন্ন ধরনের রংচটা ভিডিও ( video) করে স্যোশাল মিডিয়া মাতিয়ে রাখে স্যান্ডি সাহা ( Sandy Saha)। কখনো নাইটি পড়ে, কখনো পার্কে হিরো আলমের সাথে আবার জনপ্রিয় ইউটিউবার দ্যা বং গাই ( The bong guy) ওরফে কিরণ দও ( Kiran Dutta) এর সাথেও ভিডিও করেছেন তিনি। বেশ কয়েকবার আইনের শিকারও হয়েছেন তিনি। তার প্রতি অনেকেই বক্তব্য মাঝে মধ্যে সীমা অতিক্রম করে যান তিনি। এবারও এক কান্ড করে নেট মাধ্যমে ট্রোলের ( trolled) শিকার স্যান্ডি সাহা।

Sandy Saha

স্যান্ডি সাহার ( Sandy Saha) এক ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বন্ধ গাড়ির ( car) মধ্যে নাইটি পরে এক পুরুষের সাথে লিপলক কিস ( liplock kiss)  করছেন স্যান্ডি সাহা। ভিডিও দেখে নেটিজেনদের একাংশ চিনতে পারেননি তার সাথে থাকা যুবকটিকে। তিনি আরও এক ইউটিউবার সাহিল আহমেদ ( Sahil Ahmed)।

Sandy Saha

এই ভিডিও স্যান্ডি সাহা ( Sandy Saha) নিজে শেয়ার না করলেও ভিডিও ভাইরাল প্রসঙ্গে স্যান্ডি নিজের ফেসবুক পেজে লেখেন, “চুমুটা কিন্তু আমি ভালোই খাই।” এই ভিডিও দেখে খানিকটা অস্বস্তিকর নেটিজেনরা। তারা সাফ কমেন্টে লিখেছেন “নোংরামিটা প্রকাশ‍্যে না করলেই নয়? অনেক বাচ্চাও স‍্যান্ডির এই ভিডিওটা দেখেছে। তারা কী শিখবে?” এছাড়াও সাহিল আহমেদ ( Sahil Ahmed) এই ভিডিও নিয়ে একটি ছোট ভিডিও করে সেখানে তিনি বলেন, এটা কোনো অবৈধ সম্পর্ক নয়, এটা শুধু বিনোদনের জন্য, আর স্যান্ডি সাহার সাথে ভিডিও করলে তাকে চুমু খেতেই হয় তাই এই ভিডিও ট্রোল করার মতো কিছু হয়নি।

আরও পড়ুন…ফের শোরগোল টলিউডে,এবার বিস্ফোরক মন্তব্যের জেরে শিরোনামে এলেন বর্ষীয়ান অভিনেতা বিল্পব চ্যাটার্জি

আরও পড়ুন…“বলিউডের সবথেকে খারাপ অভিনেতা সলমন খান”, এরুপ বক্তব্যে বিতর্কে জড়ালেন বেবো

এটাই নয় এর আগেও অনেক শোতে ( show) এসে তাদেরকে জোড় করে চুমু ( kiss) খেয়েছেন স্যান্ডি সাহা ( Sandy Saha)। এমনকি অনেককে বিয়েও ( marriage) করেছেন তিনি। সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র অনুকরণে ‘স‍্যান্ডিবাঈ কাঠিয়াবাদি’ ( Sandibai Kathiyabadi) সেজেছিলেন তিনি।




Leave a Reply

Back to top button