সত্যজিত রায়ের থেকে অভিনয় শিখছেন ছোট্ট সোহম, বিরল ভিডিও শেয়ার করলেন অভিনেতা, রইল ভিডিও

অহেলিকা দও, কলকাতা : বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো-এর মধ্যে অন্যতম ‘দাদাগিরি’ ( Dadagiri )। সপ্তাহের এক ঘেয়ে সিরিয়াল থেকে একটু অন্যরকম স্বাদ দিতে যোগ হয় এই শোগুলো। দর্শকমহলে সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly ) সঞ্চালিত এই শো প্রথম থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনা এই শোকে ( Dadagiri ) আলাদা মাত্রা দিয়েছে।
সপ্তাহের শেষ দুদিন ঘড়িতে রাত সাড়ে ন’টা বাজতেই বাচ্চা থেকে বুড়ো সকলেই নিজের নিজের কাজ শেষ করে পছন্দের দাদাগিরি ( Dadagiri ) দেখতে বসে যান টিভির সামনে। তবে দাদাগিরি শুধুমাত্র গেম শো নয়, এই শো থেকে অনেক কিছু অজানা জিনিস জানা এবং শেখা যায়। গত বছর করোনা সংক্রমণের মধ্যেই সমস্ত কোভিড প্রটোকল মেনেই শুরু হয়েছিল ‘দাদাগিরি সিজন ৯’। এই সিজনের মূল থিম ‘হাত বাড়ালেই বন্ধু হয়’।
প্রত্যেক সিজনের মতো এবারও দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে টিভির পর্দায় হাজির হন দাদা। টেলিভিশন হোক কিংবা সিরিয়াল বিনোদন জগতের একাধিক তারকা আসেন দাদাগিরির ( Dadagiri ) মঞ্চে। কখনও সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে আবার কখনও শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জন করতে দাদাগিরির মঞ্চে হাজির হন সিনেমা থেকে সিরিয়ালের একাধিক সেলিব্রেটিরা।
সম্প্রতি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কলকাতার হ্যারি’-র প্রমোশনে দাদাগিরির মঞ্চে এসেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং পুরো টিম। প্রসঙ্গত সদ্য গিয়েছে বাংলার তথা বিশ্বের শ্রেষ্ঠ পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। তাই বিগত কয়েকদিন ধরেই নানা কথা প্রসঙ্গে বারবার উঠে আসছে সত্যজিৎ রায়ের প্রসঙ্গ।
আরও পড়ুন…একি হাল সারা আলী খানের! রাস্তায় ছেলে ধরে সেলফি তুলে টাকা চাইছেন অভিনেত্রী, দেখুন ভিডিও
এদিন দাদাগিরির ( Dadagiri ) মঞ্চেও উঠলো তাঁর কথা। প্রসঙ্গত সোহম চক্রবর্তী বাংলার সেই ভাগ্যবান অভিনেতাদের মধ্যে অন্যতম একজন যিনি একসময় শিশু শিল্পী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের কাছে। এদিন দাদাগিরির মঞ্চে উঠে আসে শুটিংয়ের আগে ছোট্ট সোহম চক্রবর্তী অর্থাৎ বিট্টুকে সত্যজিৎ রায়ের ডায়লগ শিখিয়ে দেওয়ার স্মৃতি। সেই স্মৃতি ঝালাই করে নিয়েছেন সোহম সহ দর্শকগণ।
আরও পড়ুন…কমলা অন্তর্বাসে লাস্যময়ী নুসরত! ছবি দেখে বসিরহাটের কলঙ্ক বলে কটাক্ষ নেটিজেনদের