Year Ender 2021: রানু মন্ডল টু কাঁচা বাদাম, বছরজুড়ে নেটিজেনরা মেতে ছিল যেসব ভিডিওতে

প্রত্যুষা সরকার, কলকাতা: চারিদিকে উৎসবের আমেজ। ২৫ শে ডিসেম্বর আর নতুন বছর । পুরনো একটা বছর শেষ করে নতুন কিছু আশায় ২০২২ এর জন্য অপেক্ষায় সকলে। বিগত দুবছর করোনার আবহে সকলেই গৃহবন্ধি। বাড়িতে বসেই সব কাজই চলছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে খেলার মাঠ থেকে শুরু করে বাজার করা ও চায়ের দোকানে আড্ডা সবই চলে এসেছে স্মার্টফোনে। আর এই ইন্টারনেটের মাধ্যমেই প্রতিদিন দেশ-বিদেশের নিত্য নতুন খবর আমরা জানতে পারি। তার মধ্যে কিছু খবর আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চর্চা হয় । আজ তেমনি এই বছরের কিছু ভাইরাল ভিডিও নিয়ে কথা বলব, যেগুলো নেটিজেনদের মধ্যে মিশ্র আবেগ ফেলে দিয়েছে।
প্রথমেই আছেন কংগ্রেস নেতার শচীন পাইলট। জয়পুরের একটি অনুষ্ঠানে ১৯৭০ এর রাজ কাপুর অভিনীত আইকনিক সিনেমা ‘মেরা নাম জোকার’ থেকে ‘জীনা ইয়াহান মারনা ইয়াহান গানটি গেয়ে ভাইরাল হন তিনি। তিনি তাঁর নিজস্ব টুইটার প্রোফাইলে তাঁর গাওয়া ওই ভিডিওটি শেয়ার করেন। গানটিতে শচীন পাইলট এর সঙ্গে অন্যরাও কোরাসে যোগ দিয়েছিলেন। ভিডিওটি শেয়ার করার পর এখনো পর্যন্ত ২ লাখের বেশি ভিউ পেয়েছে।
এরপরে আছে আরও একটি সুন্দর ঘটনা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ভাইরাল ভিডিও। দক্ষিণ-পূর্ব ওয়াশিংটনের কিম্বল প্রাথমিক বিদ্যালয়ের একটি টিকাকেন্দ্রে জান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে একটি ছোট্ট মেয়ের সাথে তার কথোপকথনের একটি সুন্দর ভিডিও শেয়ার করেন তিনি। ওবামা মেয়েটির সাথে কথা বলছিলেন ডঃ সিউসের লেখা একটি বই সম্পর্কে । তিনি সেখানে এটিও বলেন যে ডঃ সিউসের ওই বইটি তার প্রিয় বই গুলির মধ্যে একটি। কি! সুন্দর তাই না?
কয়েকদিন আগেই আবার ভাইরাল হয়েছিল প্যারাসেলিং দুর্ঘটনার দুই মহিলার সমুদ্রে ডুবে যাওয়ার একটি মর্মান্তিক ভিডিও। ঘটনাটি ঘটে আলিবাগে । ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় যে দুজন মহিলা অ্যাডভেঞ্চার রাইড শুরু করেন। প্যারাসুটের দড়ি বাঁধা ছিল নৌকার সাথে। হঠাৎই নৌকাটি থেকে দড়ি ছিড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা পড়ে যায় সমুদ্রে। এই ঘটনাটি মনে করিয়ে দেয় কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই দিউত দম্পতির সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা।
উল্লেখ্য, ভাইরাল এই লিস্টে বাদ পড়েনি তারকারাও। মুম্বাইয়ের একটি কনসার্টে অংশ নিয়েছিলেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। কনসার্ট প্রধান গায়ক ছিলেন এপি ধিলোন ( AP Dhillon ) । সেখানেই সারাকে গাইতে শোনা গেছে এপি ধিলোনের জনপ্রিয় গান ব্রাউন মুন্ডে। এমনিতেই নানা কারণের জন্যই শচীন কন্যা মাঝে মাঝেই চর্চার বিষয় হয়ে ওঠেন। কিন্তু এবারের চর্চাটা একটু অন্যরকম। ভিডিওটিতে কনসার্টটি পুরোপুরি উপভোগ করতে দেখা গেছে সারাকে।
গানের কথা যখন উঠলো তাহলে গানের ভাইরাল ভিডিও গুলো নিয়েই কথা বলা যাক। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, পার্থ দাধিচ নামে রাজস্থানের সুজানগরের একজন আসন্ন গায়ক-এর সাথে একটি ভিডিও শেয়ার করেন । ভিডিওটিতেদেখা যায় পার্থ নামে ওই ছেলেটি ‘বর্ডার’ থেকে ‘সান্দেসে আতেহে’ এবং ‘কেশারি’ ছবির ‘মিত্তিমে’ কোলাজ পরিবেশন শুনে মুগ্ধ হয়েছেন বসুন্ধরা দেবী। তিনি পার্থকে ভবিষ্যতের প্রকল্প গুলোর জন্য শুভকামনা জানিয়ে একটি সুন্দর ক্যাপশন সহ ভিডিওটি পোস্ট করেন।
শেষে আছেন সম্প্রতি ভাইরাল হওয়া পশ্চিমবঙ্গের বিখ্যাত সেই বাদাম বিক্রেতা। কয়েকদিন আগে নিজের বাঁধা গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূমের দুবরাজপুর জেলার বাসিন্দা ভুবন বাদ্যকর। শুধু পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন তাঁর সঙ্গে দেখা করতে। ভাইরাল হওয়া তার প্রথম ভিডিওতে দেখা যায় বিভিন্ন রকম সামগ্রীর পরিবর্তে ভুবন বাবু বিক্রি করছেন কাঁচা বাদাম। আর তাই নিয়ে বেঁধেছেন একটি। গান গানের কথা ও গাওয়ার ভঙ্গিতেই ভাইরাল হয়েছেন তিনি। এখন তো ছোট থেকে বড় সবার মুখেই ভুবন বাধ্য করে তৈরি ওই গান।