মিঠাই-এর ঠোঁটের কেক সযত্নে মুছে দিচ্ছেন গাঁটছড়ার কুনাল, ছবি দেখে চোখে জল বনির

প্রত্যুষা সরকার, কলকাতা: সারাদিনের কাজের শেষে সন্ধ্যা বেলায় তাঁদের ক্লান্তি দূর করতে বসে পরেন তাঁদের পছন্দের ধারাবাহিক দেখতে। পছন্দসই ধারাবাহিকের পরিবারকে নিজের পরিবার করে নেন দর্শকেরা। শুধু ধারাবাহিক নয় ধারাবাহিকের পাশাপাশি ধারাবাহিকের চরিত্র গুলিকেও আপন করে নিয়েছেন তাঁরা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ সবের খবরই রাখেন দর্শক। আর ‘মিঠাই‘ ( Mithai ) ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আলোচনার শেষ হয় না সোশ্যাল মিডিয়ায়।
‘মিঠাই’ এর মিঠাই ওরফে সৌমিতৃষাকে ( soumitrisha kundu ) তো প্রায় সোশ্যাল মিডিয়ায়ই চর্চায় থাকতে দেখা যায়। ধারাবাহিকে সে কী করছে সেইসঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সমানে কাটাছেঁড়া চলে সোশ্যাল মিডিয়ায়। মাঝে মাঝেই তার পোস্ট এর ক্যাপশন দেখে মনে হয় তিনি কাউকে ইঙ্গিত করেই কথা গুল বলছেন। শুধু সিরিয়াল নয় সোশ্যাল মিডিয়ায়ও অ্যাকটিভ থাকেন তিনি। ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রামে মাঝে মাঝেই বিভিন্ন রকম ভিডিও বানাতে দেখা যায় তাকে। সেখান থেকেই এবার এমন কিছু ভিডিও দেখা গেল যাতে করে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে তার চরিত্র নিয়ে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সিরিরাল প্রেমীরা প্রায় সকলেই জানিন টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মিঠাইয়ের ( soumitrisha kundu ) তিনজন খুব ভালো ছেলে বন্ধু রয়েছে। সায়ক চক্রবর্তী, শুভ্রজিৎ চক্রবর্তী এবং রিয়াজ লস্কর। প্রায়শই একসঙ্গে দেখা যায় এদের তিনজনের। অভিনেতা সায়ক এবং রিয়াজের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায়ই তাঁদের ভিডিওতে উপস্থিত থাকতে দেখা যায় মিঠাইকে। এবার সেখানের এক নতুন ভিডিও নিয়েই উঠছে প্রশ্ন।
গতকাল সেই ইউটিউব চ্যানেলের এক বছর পূর্ণ হয়েছে এবং তারই একটি ছোট্ট সেলিব্রেশন ছিল। সেখানেই বন্ধুদের আনন্দে সামিল হন মিঠাই ওরফে সৌমিতৃষা। অনুষ্ঠানে গিয়ে সৌমিতৃষা ( soumitrisha kundu ) কুনাল ওরফে রিয়াজের সাথে একটি রিল ভিডিও বানিয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে মিঠাইয়ের গালে চকলেট কেক লেগে গেছে এবং কুনাল সেটা যত্ন করে মুছিয়ে দিচ্ছে। তারপর কুনাল মিঠাই কে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যাচ্ছে। এই ভিডিওটা দেখে অনেকেই মজা করে বলছেন, বনি যদি এটা দেখত তাহলে খুব কষ্ট পেত।
View this post on Instagram
অন্যদিকে, আবার মিঠাই ( soumitrisha kundu ) এর চরিত্র নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই। একদল বলছেন যে সারাক্ষণ ছেলেদের সাথে এত মেশামেশি করে কেন মেয়েটা? ওর কি কোন মেয়ে বান্ধবী নেই? যদিও এই সব প্রশ্ন এসব কথাবার্তা অত্যন্ত হীন মানসিকতার মানুষরাই বলতে পারেন। এসব কথাকে আগেও পাত্তা দেননি মিঠাই আর এখনও এসব কথাকে একেবারেই পাত্তাও দেন না তিনি।