‘আমি কলকাতার রসগোল্লা’, কোমর দোলানো নাচের পর মঞ্চে উঠে সুরে তুলে গান মিঠাইয়ের

জয়িতা চৌধুরী, কলকাতা: এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিভিশনের টিআরপি লিস্টের ( TRP list ) শীর্ষে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ( Top bangla serial ) ‘মিঠাই’ ( Mithai )। যেই সিরিয়ালের মূল আকর্ষণ ‘মিঠাই রানি’ ওরফে সৌমিতৃষা কুন্ডু ( Soumitrisha Kundu )। আর তিনিই আজ ‛কলকাতার রসগোল্লা’ গান গেয়ে দর্শকদের মন জয় করলেন আবারও। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল ( Viral ) হয়েছে সৌমিতৃষার সেই গানের ভিডিও।
সূত্রের খবর, মেদিনীপুরের একটি স্টেজ শোতে ডাকা হয় অভিনেত্রীকে।আর সেখানেই তাঁর ফ্যান সহ অগণিত দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান অভিনেত্রী। টেলি জগতে বাকি নায়িকাদের থেকে সর্বাধিক জনপ্রিয় সৌমিতৃষা। প্রতিদিন রাত ৮ টা বাজলেই মিঠাই রানীর দুস্টু-মিষ্টিতে ভরা খুনসুটি দেখতে টিভির পর্দায় ভিড় জমায় দর্শকরা। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তবে, ‘মিঠাই’ ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
উল্লেখ্য সোশ্যাল মিডিয়াতেও দাপট কম না পর্দার মিঠাইযের। সেখানেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই পোস্ট করেন ছবি ও রিল। যা ভাইরাল হয় হুরহুরিয়ে। এই দিনের অনুষ্ঠানে সৌমিতৃষা ধরা দিয়েছিলেন মিঠাইয়ের লুকেই। পরনে ছিল শাড়ি। লকাতার রসগোল্লা’ গানটি গাওয়ার আগে তিনি দর্শকদের বলেন তিনি গায়িকা নন তিনি নায়িকা। ভুল ত্রুটি হলে যেন দর্শক মার্জনা করেন। Tolly Vision’ নামের একটি ইউটিউব চ্যানেল শেয়ার করেন তাদের এই গানের ভিডিওটি।
ভিডিওটি ভাইরাল ( Soumitrisha Kundu Singing Video ) হওয়ার সাথে সাথেই নেট মাধ্যমে উঠেছে প্রশংসার রোল। কেউ লিখেছেন যে- ‘নাইস’। আবার কেউ লিখেছেন যে- ‛সুন্দর গেয়েছ’। কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। এর থেকেই প্রমান হয় যে, অভিনয়ের পাশাপাশি এবার গান দিয়েও দর্শকদের মন ( Viral Soumitrisha Kundu Video ) ভরালেন সকলের প্রিয় মিঠাই রানী ওরফে সৌমিতৃষা ( Soumitrisha Kundu )।
প্রসঙ্গত, ‘মিঠাই’-তে ( Mithai ) খুব শীঘ্রই আসতে চলেছে বড় ট্যুইস্ট ( Promo )। ওমি আগরওয়াল ও পিসেমশাই ধরা পড়ে, সকলের সামনে আসবে আসল সত্যি। রিকি দ্য রকস্টারই ( Rickey: The Rockstar ) যে সিদ্ধার্থ মোদক ( Sidhartha Modok ), এই সত্যি জানতে পারবে পরিবারের বাকিরাও। তবে কীভাবে ধরা পড়বে তারা এবং এই সত্যি সামনে আসার পর পিঙ্কি কিংবা পিসি -দিদিয়ারা কীভাবে তা মেনে নেবে, সেটাই এখন দেখার।