দেবের হাত ছেড়ে অবশেষে দাদার হাত ধরে হাঁটলেন রুক্মিণী, ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটদুনিয়া

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হল দাদাগিরি আনলিমিটেড। জি বাংলার এই রিয়েলিটি শো এর মতই এস এর সঞ্চালক তথা সৌরভ গাঙ্গুলীও ( Sourav Ganguly ) সমানভাবে জনপ্রিয় সর্বস্তরে। একটা সময় ক্রিকেটের অধিনায়ক ছিলেন সৌরভ। বাংলার দাদা নামেই সর্বস্তরে জনপ্রিয় ছিলেন তিনি। এবং বর্তমানে তিনি এখন বিসিসিআই এর প্রেসিডেন্ট।জীবনে চলার পথে একটিবারও পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। তিনি বারংবার প্রমাণ করে দিয়েছেন যে তিনি সর্বক্ষেত্রেই সমানভাবে পারদর্শী। আর আবারও তার প্রমাণ মেলে দাদাগীরির মঞ্চে।
দাদাগীরির মঞ্চে সর্বদাই জনপ্রিয় ব্যক্তিত্বদের আনাগোনা লেগেই থাকে। বিভিন্ন ক্ষেত্র থেকে বহু জনপ্রিয় তারকা ইতিমধ্যে এই রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হয়েছেন। আর সম্প্রতি দাদাগীরির মঞ্চে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিজেদের নতুন ছবি ‘কিশমিশ’ এর প্রমোশন করতেই গত ১ লা মে, রবিবার দাদাগীরির মঞ্চে হাজির হয়েছিলেন এই দুই তারকা। অবশ্য সেদিন উপস্থিত ছিল গোটা ‘কিশমিশ’ পরিবার। আর সেদিনই নাচে গানে জমজমাট হয়েছিল দাদাগিরির মঞ্চ।
পূর্ব থেকেই দাদাগিরির অফিশিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে সেদিনের শো নিয়ে বেশ কিছু ভিডিও পোস্ট হতে দেখা গিয়েছিল। তবে সেসব ভিডিওর মধ্যে একটি ভিডিও নিমেষের মধ্যে হয়ে গিয়েছিল ভাইরাল। ভিডিওটিতে দেখা গিয়েছিল রুক্মিণী সৌরভ জুটি। এক কথায় ভিডিওটিতে দেখা গেছে রুক্মিণী মৈত্র র হাত ধরে একেবারে মডেলদের মতই ক্যাটওয়াক করছেন সৌরভ গাঙ্গুলী ( Sourav Ganguly catwalk with Rukmini Maitra ) । আর এই ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই গোটা নেটপাড়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনরাও তাদের প্রিয় দাদাকে ক্যাটওয়াক করতে দেখে খুবই খুশি।
View this post on Instagram
ভিডিওতে দেখা গেছে সৌরভের পরনে ছিল নীল রঙের থ্রি-পিস সুট। এবং রুক্মিণীর পরনে ছিল গোলাপি রঙের একটি সুন্দর গাউন। সেদিন রুক্মিণীর হাত ধরে সৌরভকে ক্যাটওয়াক করতে দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এমনকি কমেন্ট বক্স জুড়েও ভরে গিয়েছে দাদার অনুরাগীদের ভালোবাসায় ভরা কমেন্ট।গত ২৯ শে এপ্রিল মুক্তি পেয়েছিল ‘কিশমিশ’। আর তার আগেই শুটিং হয়ে গিয়েছিল ‘দাদাগিরি আনলিমিটেড’-এর এই বিশেষ পর্বের।
আরও পড়ুন: ফের টলিপাড়ায় সম্পর্কে ভাঙন! বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রোহন ও সৃজলা
‘কিশমিশ’ ফিল্মটি নিয়ে বহুদিন ধরেই অপেক্ষায় দিন গুনছিল দেবের অনুরাগীরা। বহুদিন পর এমন একটি ছবিতে অভিনয় করছে দেব।এই ছবিতে একজন কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয়ের জন্য অবশ্য অনেকটাই ওজন কমিয়ে ছিপছিপে গড়ন করতে হয়েছে দেবকে। আর এরকম কলেজ ছাত্রের লুকে অনেক জনপ্রিয় হয়েছিল দেব। মুক্তির দিন থেকেই বক্স অফিস বাজিমাত করেছে ‘কিশমিশ’ ছবিটি।
আরও পড়ুন: রাজ-শুভশ্রীর সুখের সংসারে অশান্তি! ছেলে ইউভানকে নিয়েই ঝগড়া দম্পতির