টেলি তারকাদের ভাইরাল ছোটবেলার ছবি। দেখে নিন আপনার প্রিয় অভিনেতাকে

জয়িতা চৌধুরি, কলকাতাঃ টলি কিংবা টেলি সেলিব্রেটিদের ব্যাক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের কৌতুহলের অন্ত নেই। প্রতিদিন টিভির পর্দায়ে দেখতে দেখতে ধারাবাহিকের চরিত্রগুলিও হয়ে উঠেছে দর্শকদের বাড়ির লোকের মতো। সোশ্যাল মিডিয়ার দরুন প্রায়সই ভাইরাল হয়ে যায় তাদের ছোটো বেলার নানান মুহুর্তের ছবি। সোশ্যাল মিডিয়ার তৈরী তাদের ফ্যানপেজগুলিও প্রায়শই শেয়ার করে তাদের প্রিয় অভিনেতা- অভিনেত্রীর নানান মুহূর্তের ছবি, চর্চা করেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে।
সেরকমই এক নেটিজেন তার নিজস্ব ফ্যানপেজে তারকাদের নিয়ে নিজেদের মতোন করে পোস্ট লেখেন , আবার নিত্য নতুন ছবি এডিটও করেন।সম্প্রীতি তিনি নিজের পছন্দের ধারাবাহিকের তারকাদের ফিরিয়ে দিয়েছিলেন ছোটবেলায়। কি করে? বিষয়টি আর কিচ্ছুটি নয়। তারকাদের ছবি এডিট করেই তার ফ্যান পেজে ব্যবহার করেন এই ভক্ত। তার এই এডিটেড ছবিগুলির মধ্যে কারা আছেন? দেখে নিন..
তিন বছর টানা টিআরপি লিস্টে শীর্ষে থাকা ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের নায়ক সিড অর্থাৎ সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। আদৃতের বিপরীতে এই সিরিয়ালে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর (Soumitrisha Kundoo)। তারও সোশ্যাল মিডিয়ায়ে ফ্যান ফলোয়ার্স। রয়েছে তাদের ছোটবেলার ‘এডিটেড’ ছবি৷ ‘এই পথ যদি না শেষ হয়’ধারাবাহিকের জুটি উর্মি ও সাত্যকিকে কে না চেনেন। দর্শক মহলেও বেশ জনপ্রিয় তারা। সেই উর্মি ওরফে অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকি ওরফে ঋত্বিক মুখার্জিরও (Writtik Mukherjee) বাচ্চা বেলার ‘এডিটেড’ ছবি রয়েছে এই তালিকায়ে।
আরও পড়ুনঃদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘পঞ্চায়েত ২’! জেনে নিন সিনেমার সমস্ত খুঁটিনাটি
সম্প্রীতি শুরু হওয়া জি বাংলার আরেকটি ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ (Medha Daw)। আর গৌরব চৌধুরী (Gourab Chowdhury)। ধারাবাহিকে তাদের চরিত্রের নাম পিলু ও আহির। নতুন শুরু হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জিততে বেশ সক্ষম হয়েছে পিলু। তার ও তার সহ অভিনেতার ছবি রয়েছে এই তালিকায়ে। পিলু ওরফে মেঘা ব্যক্তি জীবনে আসলে একজন নৃত্য শিল্পী। কিন্তু নিজের অভিনয়ের পথ চলা শুরু করলেন গানের সিরিয়ালের হাত ধরে।
জি বাংলার ( Zee Bangla ) নতুন সিরিয়ালগুলোর অন্য মধ্যে নতুন সংযোজন ‘উড়ন তুবড়ি’( Uron Tubri ).‘উড়ন তুবড়ি’ গল্পটি দাড়িয়ে এক মা-মেয়ের সম্পর্কের ( mother-daughter relation ) উপর। ধারাবাহিকের ( Bengali serial ) ‘তুবড়ি’র ভূমিকায়ে অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যায় ( Sohini Banerjee ), এবং ‘অর্জুন’ এর ভুমিকায়ে অভিনয় করছেন অভিনেতা স্বস্তিক ঘোষ ( Swastik Ghosh ) |
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘পঞ্চায়েত ২’! জেনে নিন সিনেমার সমস্ত খুঁটিনাটি