সিংহলী ভাষার ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’ নির্ভুল গাইলেন রাণু মন্ডল! নেটপাড়ায় প্রশংসার ঝড়
ইন্টারনেট ব্যবহার করেন আর ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage hithe) শোনেননি এমন মানুষ পাওয়া যেমন দুষ্কর, তেমনই কোনো ইন্টারনেট ব্যবহারকারী রাণু মন্ডলকে (Ranu Mondal) চেনেন না এই ঘটনাও প্রায় অসম্ভব। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া খুললেই একটি গানই ঘুরে ফিরে আসছে, ‘মানিকে মাগে হিথে’ । সিংহলি ভাষার এই গানে এখন মাত ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী, বাংলাদেশ থেকে পাকিস্তান। ২৮ বছরের সিংহলি কন্যা ইয়োহানি ডি সিলভার এই গান রাতারাতি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই গানের একাধিক ভাষায় ভিন্ন ভিন্ন সংষ্করণও বেরিয়ে গিয়েছে।
এবার ভাইরাল এই গান ধরলেন রাণু মন্ডল। লাল টুকটুকে টিশার্ট আর খোলা চুলে এক্কেবারে হটকে লুকে এই গান গাইতেই রাতারাতি তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই নানান অসংলগ্ন কথা বলে নেটপাড়ায় হাসির খোড়াক হন রানু মন্ডল, কিন্তু তিনি যে জাত গায়িকা তা বারংবার প্রমাণ করে এসেছেন তিনি। এবারেও ভিন ভাষার এই কঠিন গানেও সুরে বিন্দুমাত্র নড়চড় হয়নি তার।
এবার আর তার গান নিয়ে হাসি মসকরা করবার সাহস কারোর হয়নি বরং কমেন্ট বক্স উপচে পড়েছে প্রশংসা বার্তায়৷ ইতিমধ্যে রাণুর সেই নতুন ভিডিয়ো দেখেছেন প্রায় ৬২ হাজার মানুষ। ‘পছন্দ’ জানিয়েছেন প্রায় আড়াই হাজার জন।
প্রসঙ্গত, কিছু দিন আগেই খবর মিলেছে এবার রাণু মন্ডলের বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে৷ ঋষিকেশ মন্ডলের পরিচালনায় শুটিং হবে আসছে এই ছবি। রানাঘাটের উত্থান থেকে শুরু করে ভাইরাল হয়ে পড়া, তারপর কলকাতা হয়ে মুম্বাই পর্যন্ত পৌঁছানোর কাহিনী সমস্তটাই থাকবে এই ছবিতে। আর ছবিতে রানু মন্ডলের চরিত্রের জন্য ইতিমধ্যেই বাছা হয়ে গিয়েছে অভিনেত্রী। বাঙালি অভিনেত্রী ঈশিকা দে এই ছবিতে অভিনয় করবেন মূল চরিত্রে।