অপেক্ষার অবসান! প্রথমবার ধারাবাহিকের জুটি সিড মিঠাইয়ের মিউজিক ভিডিও প্রকাশ্যে, ভিডিও ভাইরাল

অহেলিকা দও, কলকাতা : বাংলা ধারাবাহিক জগতে মিঠাই-এর ( Mithai ) জনপ্রিয়তা আকাশছোঁয়া। রাত আটটা বাজলেই টিভির সামনে বসে পড়ে আট থেকে আশি। সাংসারিক কূটকচালিতে নয় বরং এই সিরিয়ালের ( Bengali serial ) মধ্যে রয়েছে অন্যরকম একটা জাদু। মোদক পরিবারের সম্পর্কের টানাপোড়েন, সিদ্ধার্থের মানসিক দ্বন্দ্ব, মিঠাইয়ের ( Mithai ) সারল্য অনেক বেশি গুরুত্ব পায় এই ধারাবাহিকে। এমনকি পরপর নতুন নতুন টুইস্ট এসেছে এই ধারাবাহিকে।

টিআরপি তালিকায় শীর্ষস্থান খুইয়েছে মিঠাই ( Mithai )। তাও জনপ্রিয়তা কমেনি মিঠাই রানির। সিরিয়ালের টানটান পর্ব দেখতে অপেক্ষার প্রহর গোনে দর্শকরা। এখনও একটু বেশিই উত্তেজক হচ্ছে ধারাবাহিকের প্রতিটা পর্ব। সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট, রিকি দ্য রকস্টারের এন্ট্রি- সব মিলিয়ে জমে গেছে মিঠাই।

mithai

তবে রিকি-দ্য রকস্টারই যে আদতে সিদ্ধার্থ তা এতদিনে জেনে গিয়েছে দর্শক। যদিও এই সত্যিটা এখনও জানে না মিঠাইরানি। এর মাঝেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে প্রিয়াঞ্জলি বা অ্যাঞ্জি। আর সেই নিয়ে যত সমস্যা মিঠাই ( Mithai ) ভক্তদের। অ্যাঞ্জির প্রতি সিদ্ধার্থের মাত্রাতিরিক্ত কৃতজ্ঞতা দেখে জ্বলে পুড়ে যাচ্ছে তারা।

 মিঠাই ( Mithai ) আর সিদ্ধার্থের জুটিকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন দর্শকরা। সম্প্রতি, জি বাংলার পেজে শেয়ার হয়েছে মিঠাই-এর নতুন মিউজিক ভিডিও। যা দেখে রীতিমতো উৎফুল্লিত দর্শকগণ। ভিডিও পেজে শেয়ার করা হয়েছে ১৭ ঘন্টা আগে। এর মধ্যেই ৫০ হাজারেরও বেশি ভিউ পৌঁছে গেছে ভিডিওতে।”বলে দে” গানটির কমেন্টে ভরে গেছে দর্শকদের। দর্শকরা খুশির জোয়ার এনে দিয়েছেন এই মিউজিক ভিডিওটিতে।

আরও পড়ুন…শ্রীময়ীর পর লীনার হাত ধরেই পর্দায় ফিরছেন ডিঙ্কা এবং মোহর! এই জুটি এক্কেবারে পছন্দনা দর্শকদের

আরও পড়ুন…তবে আবার কি সেরার সেরা মিঠাই? কী বলছে এই সপ্তাহের TRP লিস্ট




Leave a Reply

Back to top button