Purulia: বেল্টের ফাঁসে ঝুলছে কিশোরের দেহ! পরকীয়ার জেরে ছেলেকে খুন করেছে মা, দাবি গ্রামবাসীদের

শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনার (Sad Incident) সাক্ষী হল পুরুলিয়ার (Purulia) রাঘবপুরের আমবাগান এলাকার বাসিন্দারা। এদিন গলায় বেল্টের ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরের দেহ (Dead Body of Child) উদ্ধার করা হয়েছে। গোটা  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পুরুলিয়া মফস্বল থানার (Purulia Police Station) রাঘবপুর আমবাগান এলাকায়। অচৈতন্য (Unconscious) অবস্থায় বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছিল কিশোরটিকে। এরপর হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে, কিশোরটিকে মৃত (Dead) বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় এলাকার বাসিন্দা রুবি মুখার্জীর বাড়ি থেকে কান্না কাটির আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজ শুনে পৰ প্রতিবেশীরা ছুটে আসন রুবি মুখার্জীর বাড়িতে। ঘরে এসে গ্রামবাসীরা যেটা দেখে তাতে একপ্রকার চমকে গিয়েছিল সকলে। লোহার দরজায় শেকলে বেল্ট দিয়ে পেঁচানো অবস্থায় পরে রয়েছে রুবি মুখার্জীর ১১ বছরের ছেলে সৌরভ মুখার্জী (Sourav Mukherjee, 11)। প্রথমে অচৈতন্য হয়ে রয়েছে ভেবে দ্রুত সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবাস্থা করা হয়।

Purulia,Children Dead,Death,পুরুলিয়া,মৃত্যুর খবর,পরকীয়া,বিবাহ বহির্ভুত সম্পর্ক,Extramaritial Affair,tbc,পুরুলিয়ার রাঘবপুরের আমবাগান এলাকায় কিশোরের মৃত্যু,পরকীয়ার জেরে ছেলেকে খুন মায়ের,পরকীয়ার জেরে খুন,কিশোরের হত্যা

কাছাকাছি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৌরভকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই সৌরভের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগের তীর রয়েছে সৌরভের মা রুবি মুখার্জীর বিরুদ্ধে। তাদের দাবি বিবাহবহির্ভুত সম্পর্ক বা পরকীয়ার জেরেই নিজের ছেলেকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে মা। এই দাবিতে এদিন পুরুলিয়ার পুরুলিয়া মফস্বল থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে সৌরভের মৃত্যু দুর্ঘটনা বলেই মনে করছেন তারা। তবে নিরাপত্তার জন্য আপাতত মৃত সৌরভের মা রুবি মুখার্জী ও গোটা পরিবারকে আপাতত থানাতেই রাখা হয়েছে।

আরও পড়ুনঃ Newly Married: ফুলশয্যার রাত কাটতেই ‘গলায় দড়ি’ যুবকের, ঘটনায় একাধিক প্রশ্নের ছাপ

প্রসঙ্গত, জানা যাচ্ছে রুবি মুখার্জীর এর আগেও একবার বিয়ে করেছিলেন। কিন্তু প্রথম স্বামী মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেন তিনি। বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথেই পুরুলিয়ার রাঘবপুরের আমবাগান এলাকায় থাকতেন তিনি। তবে রুবির বর্তমান স্বামী বাড়ি থাকেন না ভিন রাজ্যে থেকে একাজ করেন। প্রতিবেশীদের অভিযোগ স্বামী বাড়িতে না থাকায় অন্য এক পুরুষের সাথে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছে রুবি। হয়তো সেই কারণেই নিজের ছেলেকে এভাবে হত্যা করেছে সে।




Back to top button