Bank Holidays: অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৪ দিন, জেনে নিন!

লেগে গেছে পুজোর হাওয়া, আনন্দে উৎফুল্ল রাজ্যবাসী। এই পরিস্থিতিতে পুজোর মাসে ১৪ দিন বন্ধ থাকবে  ব্যাঙ্ক। দুর্গাপুজো ও ঈদের মতো উৎসব ছাড়াও সপ্তাহান্তের রয়েছে ছুটি। উৎসবের মরসুমে সব মিলিয়ে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঘোষিত তালিকা অনুযায়ী, অক্টোবর মাসে সাত দিন ছুটি রয়েছে রাজ্যে। এছাড়াও সপ্তাহ শেষের আরও সাতদিন ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।

Bank,bank holiday,durga puja,holiday,west Bengal,eid ব্যাঙ্ক,ব্যাঙ্ক বন্ধ,দুর্গা পুজা,ছুটি,পশ্চিমবঙ্গ,ঈদ

জেনে নিন কবে কবে ছুটি থাকবে ব্যাঙ্ক- 

২ অক্টোবর- গাঁধী জয়ন্তী

৩ অক্টোবর- রবিরার

৬ অক্টোবর- মহালয়া

৯ অক্টোবর- মাসের দ্বিতীয় শনিবার

১০ অক্টোবর- রবিবার

১২ অক্টোবর- সপ্তমী

১৩ অক্টোবর- অষ্টমী

১৪ অক্টোবর- নবমী

১৫ অক্টোবর- দশমী

১৭ অক্টোবর- রবিবার

২০ অক্টোবর- লক্ষ্মীপুজো/ ইদ

২৩ অক্টোবর- চতুর্থ শনিবার

২৪ অক্টোবর- রবিবার

৩১ অক্টোবর- রবিবার




Back to top button