“তিস্তাকে নিয়েছ বস! কিছু তো ফেরত নেবেন মা কালী” মন্তব্য বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের
বৃহস্পতিবার রাত্রে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণে শোকাহত সমগ্র রাজনৈতিক মহল। আমৃত্যু বাম-বিরোধী সুব্রতর মৃত্যুতে কোনো রাজনীতির রঙ দেখা গেল না। বরং তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, সিপিএম বিমান বসু, বিজেপির দিলীপ ঘোষ বা কংগ্রেসের অধীর চৌধুরী পর্যন্ত সকলেই। হঠাৎই এরই মাঝে অভিনেত্রী-বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) গলায় অন্য সুর। প্রায় ১৬ ঘন্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এই সাংসদ-অভিনেত্রী।
বিজেপি নেত্রী সময় জ্ঞান ও রুচির নিয়ে সমালোচনা ও কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে সমস্ত মহলেই। এই পোস্টের মন্তব্য বক্সে ইতিমধ্যেই ১৭৫-এর অধিক মন্তব্য জমা হয়েছে, যার মধ্যে সমর্থন থাকলেও সমালোচনামূলক মন্তব্যের সংখ্যাই বেশী। সমালোচকদের কাউকে কাউকে আবার পাল্টা জবাব-ঔ দিয়েছেন বিজেপি নেত্রী।
মন্তব্যের পাল্টা জবাবে তিনি কোথাও লিখেছেন, “তিস্তাকে নিয়েছ বস! কাউকে তো ফেরত নেবেন মা কালী!” এই মন্তব্যের দ্বারা কোথাও কি তিনি সদ্য প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের কথা বলছিলেন,যদিও এ বিষয়ে কোনও স্পষ্ট উল্লেখ নেই। আবার কোথাও বলেছেন,”পুজো ঝকমক করা আর চাঁদা তোলা ছাড়া যার কোনো ভূমিকা ছিল না,তার জন্য আমার কোনো সম্পর্ক নেই।” এছাড়াও রূপা গঙ্গোপাধ্যায় এক বিস্ফোরক মন্তব্য ক,এ জানান, “২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে সুব্রত-র বিজেপিতে যোগদান করার কথা ছিল,কিন্ত ডিল পছন্দ না হওয়ায় উনি রাজি হননি।”
শুধু এই নয়, সুব্রত মুখোপাধ্যায় বাংলার অনেক ক্ষতি করেছেন বলে দাবী বিজেপি নেত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও মুখ খুললেন রূপা। তাঁর সমর্থনে এক নেটজনতা মন্তব্য করেন,”সত্যিটা সামনে আসা উচিত।”
তবে সুব্রত মুখোপাধ্যায়ের এক বিরোধী নেতা এই পোস্টে মন্তব্য করে বলেন, ” বিরোধী রাজনীতি করেছি বলে কখনো সম্পর্ক খারাপ করেননি,বরং দেখা হলেই বলেছেন ‘কি রে হার্মাদ ভালো তো?’ মিস করবো”। শুধুমাত্র তৃণমূল বা কংগ্রেস বলেই না, বিজেপি হোক বা সিপিএম, সবাই যখন বাংলার সর্বকনিষ্ঠ
মন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ। তখন কি কেবল প্রচার পাওয়ার বাসনাতেই এমন সমালোচনায় জড়ালেন অভিনেত্রী-বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় – প্রশ্ন নেটনাগরিকদের।